গোটা ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করল এই ছবি

তিনি নাকি হারতে ভালবাসেন না! কিন্তু কখনও কারও কাছে হেরেও আপ্লুত দেখায় তাকে। এই সম্পর্কটা এমনই। এই সম্পর্ক ক্রিকেট মাঠের। এই সম্পর্ক দুই অধিনায়কের। এক জনের ছেড়ে যাওয়া মঞ্চে দাঁড়িয়ে যখন দেশের জার্সিতে আর একজন পর পর সাফল্য তুলে আনেন তখন সেই প্রাক্তন রাজাকেও যে খুশিতে মাততে দেখা যায়। সে যেই জার্সিতেই থাকুন না কেন। সম্মান আর স্নেহ যেন লেগে রয়েছে এই দু’য়ের গায়ে।

কিন্তু এই দুই-ই যখন একে অপরের প্রতিপক্ষ, তখনও যে ছবিটা একই হবে কে জানত? বুধবার মধ্যরাতে যখন মহেন্দ্র সিংহ ধোনির ম্যাচ উইনিং ছক্কা বিরাট কোহালির বেঙ্গালুরুকে হারিয়ে দিল তখন হতাশা বেঙ্গালুরুর শিবির জুড়ে। কিন্তু ম্যাচ শুরুর আগেই এই স্টেডিয়ামেই যুদ্ধের চেনা ছন্দকে বুড়ো আঙুল দেখিয়ে একটা অভূতপূর্ব দৃশ্য রচনা হয়েছিল। মাহিকে জড়িয়ে ধরার সেই ছবি চিন্নাস্বামীর মাঠে ক্রিকেটের অন্য এক আবহ তৈরি করে গেল সবার মধ্যে।

শেষ ওভারের দু’বল বাকি থাকতেই অ্যান্ডরসনকে ছক্কা হাঁকিয়ে চেন্নাই সুপার কিংসকে জেতালেন ধোনি। যার ফলে শীর্ষে পৌঁছে গেল চেন্নাই। শেষ ওভারে চেন্নাইয়ের দরকার ছিল ১৬ রান। সহজ ছিল না। কিন্তু মাঠে তখন বিশ্বের সেরা ফিনিশার তাই হয়তো চিন্তাটা একটু কমই ছিল।

শুরু করেছিলেন ডোয়েন ব্রাভো। প্রথমে বাউন্ডারি ও পরে ওভার বাউন্ডারি। এর পর সিঙ্গল নিয়ে ধোনিকে দিলেন। বাকিটা সবার জানা। কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেল একটাই ছবি, একটাই দৃশ্য। যা আইপিএল-এর ইতিহাসে সেরা ছবির তালিকায় থাকবেই থাকবে।
১০৪ টি দেশ পাচ্ছে টি টোয়েন্টি স্ট্যাটাস

বর্তমানে আন্তর্জাতিক টি টোয়েন্টি স্ট্যাটাসের আওতাভুক্ত দেশ রয়েছে ১৮ টি। আইসিসির পূর্ণ সদস্য ১২টি দল ছাড়া স্কটল্যান্ড, হংকং, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং নেপাল এই তালিকায়। এ বার ক্রিকেট বিশ্বের ১০৪টি দেশকে আন্তর্জাতিক টি টোয়েন্টি স্ট্যাটাস প্রদান করার কথা ঘোষণা করেছে আইসিসি।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এ ঘোষণ দেন। এতে ক্রিকেট বিশ্বের ১০৪টি দেশকে আন্তর্জাতিক টি টোয়েন্টি স্ট্যাটাস প্রদানের মধ্যে প্রযোজ্য হবে পুরুষ এবং মহিলা উভয় ক্রিকেট দলের জন্যই।

কলকাতায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বিষয়টি নিশ্চিত করেন। এই ফরম্যাটের জন্য গ্লোবাল র‍্যাঙ্কিং সিস্টেম চালু করার কথাও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে আইসিসির প্রধান নির্বাহী বলেন, জুলাই ২০১৮ এর মধ্যেই সব প্রমীলা দলটি টোয়েন্টি আন্তর্জাতিক স্ট্যাটাস অর্জন করবে। আর পুরুষদের আন্তর্জাতিক টি টোয়েন্টি স্ট্যাটাস প্রদান করা হবে ২০১৯ সালের ১লা জানুয়ারিতে।

এছাড়া নতুন আঙ্গিকে একটি টি টোয়েন্টি লীগ আয়োজন করার প্রস্তাব দেয়া হয়েছিলো আলোচনা সভায়। এ বিষয়ে ডেভিড রিচার্ডসন বলেছেন, টি টোয়েন্টি লীগে তারা আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজে প্রতিযোগিতা করার সুযোগ পাবে। আমাদের নিয়মনীতির দিকেও খেয়াল রাখতে হবে যে কিভাবে আমরা এর অনুমোদন দিবো এবং বাস্তবায়ন করবো।
এমটি নিউজ