চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। গত দুই আসরে সানরাইজার্স হায়দ্রাবাদে খেলেছিলেন তিনি। তবে এবার মুম্বাইয়ের হয়ে মাঠ মাতাচ্ছেন এই টাইগার পেসার। মুম্বাইয়ের হয়ে ৬ ম্যাচ খেলে ৭ উইকেট শিকার করে উইকেট শিকারির তালিকায় ১০ নম্বরে রয়েছেন কাটার মাস্টার। তবে কিছুটা আত্মবিশ্বাস বাড়লে মোস্তাফিজ আরো ভালো করতে পারবে বলেই মনে করেন সাকিব আল হাসান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘খারাপ করেনি। তবে আরও ভালো করতে পারত। সময় অবশ্য আছে, আরেকটু আত্মবিশ্বাস পেলে আরও ভালো করবে। একটা ব্যাপার হলো, জাতীয় দলে মুস্তাফিজ বেশি ভালো বল করে কারণ এখানে সবকিছু ওর চেনা। সবাই ওকে চেনে, ও সবার সঙ্গে কমফরটেবল। ওর ধরন সবার জানা। মুম্বাই ওর নতুন দল।’
তিনি আরো বলেন, ‘ওর যেমন সবকিছু সামলে নিতে একটু সময় লাগবে, দলেরও ওকে বুঝতে সময় লাগতে পারে। ধরুন ও কোন সময় কিভাবে ভাবে, ওর মানসিকতা, ওর বোলিংয়ে ফিল্ড প্লেসিং, এসব মানিয়ে নিতে দুই পক্ষেরই একটু সময় লাগবে।’
এসব লিগে মোস্তাফিজ যত খেলবেন ততই নিজেকে মানিয়ে নিতে পারবেন বলেই মনে করেন সাকিব। তিনি বলেন, ‘তবে এটাই মুস্তাফিজের চ্যালেঞ্জ, একই সঙ্গে শেখার সুযোগও। এভাবে ভিন্ন ভিন্ন পরিবেশের সঙ্গে মানিয়ে নিলেই না শিখবে! যেহেতু এখন লিগগুলোয় খেলতে শুরু করেছে, এসবের সঙ্গে যত দ্রুত মানিয়ে নেবে, তত শিখবে।