ফোজদারি অপরাধে সাজাপ্রাপ্ত হওয়ায় আইন অনুযায়ী আবেদন করলেও লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন পাসপোর্ট পাবেন না বলে জানিয়েছেন পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রেজওয়ান।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদফতরের কনফারেন্স হলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মাসুদ রেজওয়ান।
তিনি বলেন, পাসপোর্টের জন্য প্রয়োজনীয় জাতীয় পরিচয়পত্র (ন্যাশনাল আইডি কার্ড) না থাকায় এবং সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় তারেক রহমান পাসপোর্ট পাবেন না। তবে পাসপোর্ট না থাকা সত্ত্বেও চাইলে তিনি দেশে ফিরতে পারবেন। মহাপরিচালক বলেন, ‘তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি। ১৯৭৬ সালের পাসপোর্ট আইন অনুযায়ী, কোনো মামলায় সাজার মেয়াদ দুই বছরের বেশি হলে আসামিকে পাসপোর্ট দেওয়া হয় না। আমরাও দেবো না। তবে কোনো আসামি সাজার আগেই পাসপোর্ট নিয়ে থাকলে তা ফেরত নেওয়া হয় না। তবে ওই আসামিকে দেশ ত্যাগ করতে দেওয়া হয় না।’
তবে পাসপোর্টের সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পৃক্ততা নেই বলে জানান মাসুদ রেজওয়ান। তিনি বলেন, বাংলাদেশি পাসপোর্ট ছাড়া লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। ২০১৪ সালে তারেক রহমানের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে। পরে নতুন পাসপোর্টের জন্য তিনি আবেদন করেননি।