আজ গেইলদের বিপক্ষে মাঠে নামছে সাকিবের হায়দ্রাবাদ, ১ পরিবর্তন নিয়ে সাকিবদের একাদশ প্রকাশ

আজ আইপিএলের ২৬ তম ম্যাচে আবারো মাঠে নামছে সাকিবের হাদ্রাবাদ । এখন পর্যন্ত দারুন ফর্মে আছে সাকিবের দল ।

সাকিবের পারফর্মেন্স ও যথেষ্ট ভাল। শেষ ম্যাচে, মুস্তাফিজদের বিপক্ষে ব্যাটে ৩ বলে ২ রান করে, রান আউট হয়ে ফিরে গেলেও বল হতে উইকেট নিয়ে ঠিকই দলকে টেনে নিয়ে গেছেন ।দেখার পালা আজ তিনি দলের জন্য কি করেন । তবে গেইলদের বিপক্ষে যে জেতাটা খুব একটা সোজা হবেনা তাও নিশ্চই জানে দল হায়দ্রাবাদ ।

তবে আজ সাকিবদের দলে হতে পারে বিশেষ এক পরিবর্তন ।

সানরাইজার্স হায়দ্রাবাদ: (শিখর ধাওয়ান), কেন উইলিয়ামসন (অধিনায়ক), রবিউল ইসলাম সাহা , মনিশ পাণ্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, মোহাম্মদ নবী, রশিদ খান, বসিল থম্পি, সিদ্ধার্থ কাউল, সন্দীপ শর্মা, ভুবনেশ্বর কুমার, ক্রিস জর্ডান, অ্যালেক্স হেলস, কার্লোস ব্র্যাথওয়েট, রিকি ভুই, দীপক হুদা, টি নটরাজান, কে খলিল আহমেদ, শচীন বেবি, তানমী আগরওয়াল, শ্রীভিত্ত গোস্বামী, বিপ্লশ শর্মা, মেহেদি হাসান

সানরাইজার্স হায়দ্রাবাদ: (শিখর ধাওয়ান), কেন উইলিয়ামসন (অধিনায়ক), রবিউল ইসলাম সাহা , মনিশ পাণ্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, মোহাম্মদ নবী, রশিদ খান, বসিল থম্পি, সিদ্ধার্থ কাউল, সন্দীপ শর্মা, ভুবনেশ্বর কুমার, ক্রিস জর্ডান, অ্যালেক্স হেলস, কার্লোস ব্র্যাথওয়েট, রিকি ভুই, দীপক হুদা, টি নটরাজান, কে খলিল আহমেদ, শচীন বেবি, তানমী আগরওয়াল, শ্রীভিত্ত গোস্বামী, বিপ্লশ শর্মা, মেহেদি হাসান

‘১ টাকাও নিবেন না গাম্ভীর’

আইপিএলের ১১তম আসরে পুরান দল কলকাতাকে রেখে নতুন দল দিল্লির হয়ে খেলেন গম্ভীর। কিন্তু নতুন দলের হয়ে করতে পারেননি তেমন কোন চোখ ধাধানো পারফর্ম। দল ও আছে পয়েন্ট টেবিলের নিচে।

আর সেই রাগেই দলের হয়ে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন গম্ভীর। সিদ্ধান্ত নিয়েছেন এবারের আসরের জন্য ১ টাকাও নিবেন না দিল্লি থেকে।

এই খবরের নিশ্চয়তা দিয়েছে নির্ভরযোগ্য এক সূত্র। সূত্র জানিয়েছে,গৌতম সিদ্ধান্ত নিয়েছে সে ফ্রেঞ্চাইজির কাছ থেকে এই মৌসুমের জন্য কোনো বেতন নিবে না। আইপিএলের এবারের আসরের বাকিটা সে বিনে পয়সায় খেলবে দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে।

গাম্ভীর
এই সিদ্ধন্তটি একান্তই গৌতম গম্ভিরের ব্যক্তিগত সিদ্ধান্ত বলেই জানিয়েছে সূত্র। তাছাড়া পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের পরেই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কলকাতার হয়ে আইপিএলের দুই বারের এই শিরোপা জয়ী অধিনায়ক।