আইপিএলের চলতি মৌসুমে সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত হারের মুখ দেখতে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। যেখানে ৬ ম্যাচ শেষে ৫টিতেই ব্যর্থ হয়েছেন অধিনায়ক রোহিত শর্মা ও তার দলের সদস্যরা। আর সর্বশেষ ম্যাচে নিজেদের ইতিহাসে সবচেয়ে লো স্কোর করার দায় নিতে হয়েছে।
মঙ্গলবারের ম্যাচে ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয় মুম্বাই। প্রথমে ব্যাট করা হায়দ্রাবাদকে ১১৮ রানে গুটিয়ে দেয় মুম্বাই। তবে লক্ষ্যে নেমে মাত্র ৮৭ রানে সবকটি উইকেট হারিয়ে ৩১ রানের পরাজয় মেনে নেয় ম্বাগতিক দলটি।
দলের এমন হারে মুম্বাই কোচ মাহেলা জয়াবর্ধনে ক্ষুব্ধ হয়ে প্রত্যেককে আরও দায়িত্ব নিতে বলেছেন।তিনি বলেন আমরা এমন এক পর্যায়ে এসে গেছি ব্যাটসম্যানরা যেদিন ভাল খেলে বোলাররা ওইদিন ঘন পিটুনি খায়।আবার বোলিং যেদিন ভাল হয় সেদিন ব্যাটসম্যানরা তাদের দাইয়ত্ব পালন করতে পারেনা।এমন পরিস্থিতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে।আমরা টুর্নামেন্টের একবারে সবার চেয়ে বিপদজনক অবস্থানে অবস্থান করছি।
তাই আমি ছেলেদের কে সাবধান করছি অধিনায়ক রোহিত থেকে মুস্তাফিজ বুমরাহ পর্যন্ত সবাই নিজ নিজ জায়গায় ভাল কিছু উপহার দেওয়ার চেষ্টা করতে হবে,তা না হলে অতি শিগ্রয় আমরা ছিটকে যাব।অবশ্য তার ইঙ্গিত ছিল ব্যাটসম্যানদের দিকেই, কেননা মোস্তাফিজ, পান্ডিয়া ও বুমরাহ’রা যথেষ্ট ভালো বল করেছেন।জয়াবর্ধনে বলেন,‘আমরা এখন এমন একটি অবস্থায় চলে এসেছি, যেখানে সবাইকেই দোষ দিতে হচ্ছে। আমরা কিছু ম্যাচে হেরেছিলাম, তখন আমি ভেবেছিলাম আমরা অন্তত ভালো ক্রিকেট খেলছি।
তবে এ ম্যাচটি ছিল খুবই হতাশাজনক। আমরা দায়িত্ব নিয়ে খেলিনি, তাই এমন বাজে ফলাফল হয়েছে।’ ৬ ম্যাচে মাত্র একটি জয়ে আট দলের এই টুর্নামেন্টে মুম্বাই বর্তমানে অবস্থান করছে সাতে। শীর্ষে রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।
অন্যরা যা পরছেন…
এই মুস্তাফিজ ও সেই মুস্তাফিজের পার্থক্য জানালেন সাঙ্গাকারা
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের। টি-টুয়েন্টি দিয়ে অভিষেক হওয়া এই পেসার নিজের প্রথম ম্যাচেই বল হাতে আলো ছড়িয়েছিলেন।অভিষেকের পর আন্তর্জাতিক ক্রিকেটে তিন বছর কাটিয়ে ফেলেছেন এই বাঁহাতি পেসার। পার করেছেন নানা বাঁধা-বিপত্তি এবং উত্থান পতন। মাঝে ইনজুরিতে পরে মাঠের বাইরেও থাকতে হয়েছে তাকে।
ইনজুরির কারণে দীর্ঘদিন ধরেই খেলার বাইরে ছিলেন মুস্তাফিজ। কাঁধের ইনজুরি ভোগাচ্ছিল তাকে। ফিরেছেন গত বছরের বিপিএলের মাঝে। এরপরে বছরের শুরু থেকেই টানা ক্রিকেট খেলছেন তিনি।এর আগেও একই ইনজুরিতে ভুগেছেন ২০১৭ সালের শুরুতেই। আর বারবার একই ইনজুরিতে পরায় তার বোলিংয়ে আগের মতো সেই ধার খুঁজে পাওয়া যাচ্ছে না।
এবারে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলেছেন পাঁচটি ম্যাচ। সেখানে তার বোলিং ফিগার যথাক্রমে ১/৩৯, ৩/২৪, ১/২৫, ০/৫৫ এবং ১/৩৫। দুটো ম্যাচে কম ইকোনমিতে বল করলেও খরুচে ছিলেন বাকী তিনটিতে।তার বোলিংয়ের সমস্যা ধরতে পেরেছেন সাবেক লঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে এসে মুস্তাফিজুর রহমানকে নিয়ে তিনি বলেন, ‘মুস্তাফিজের বোলিংয়ে অনেক বৈচিত্র্য রয়েছে।
সে কাঁধের একটি বড় ইনজুরি থেকে ফিরেছে। মুস্তাফিজ হয়তো আগের সেই বোলার নেই। কিন্তু সে এখনো খুবই ভালো বোলার। তার বোলিংয়ে অনেক বৈচিত্র্য থাকলেও নিয়ন্ত্রন নিয়ে কাজ করতে হবে তার।’