গতকাল দাপুটে জয়ের পর মুস্তাফিজকে দুষ্টামি করে খুঁচা মেরে যা বললেন সাকিব!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আজকের ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদের ১১৯ রানের টার্গেটে ৮৭ রানে অলাঅাউট হয়ে গেছে মুস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্স। ১৮.৫ ওভারে অলআউট হয়ে যায় মুম্বাই।মোস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে ১১৮ রান সংগ্রহ করে অলআউট হয় সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। সাকিব আল হাসান চার বল খেলে দুই রান করে রান আউট হয়ে যান।

অন্যদিকে, ৩.৪ ওভার বল করে ১৮ রান দিয়ে একটি উইকেট শিকার করেছেন মোস্তাফিজুর রহমান। সর্বমোট ১২টি ডট বল করেন ‘কাটার মাস্টার’। তার বলে ব্যাটসম্যানরা একটি চার ও একটি ছক্কা মারতে পেরেছেন।মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষে কেন উইলিয়ামসন ২৯ ও ইউসুফ পাঠান ২৯ রান করেন। মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে মোস্তাফিজুর রহমান ১টি, জ্যাসপ্রীত বুমরাহ ১টি, মিচেল ম্যাকক্লেনাঘান ২টি, হার্দিক পান্ডিয়া ২টি ও মায়াঙ্ক মারকান্দে ২টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ইনিংসে তৃতীয় ওভারে অাউট হয়ে যান ইভেন লুইস। তাকে অাউট করেন সন্দীপ শার্মা। এরপরে ইশান কিশানকে অাউট করেন মোহাম্মদ নাবি। এরপরেই সাকিবের স্পিন ভেলকিতে পাড়ে রোহিত শার্মা। নিজের প্রথম ওভারে ২ রানে ১ উইকেট নেন সাকিব।নিজের দ্বিতীয় ওভারে দেন ৩ রান। অার নিজের তৃতীয় ওভারে ১১ রান।

ইনিংসের ১৪তম ওভারে পোলার্ডকে নিজের দ্বিতীয় শিকার বানান রাশিদ খান। কিন্তু ইনিংসে ১৬ তম ওভারে সিদ্ধার্থ কাউল ২ উইকেট নিলে জয়ের দাড় প্রান্তে সাকিবরা। মুম্বাই ইন্ডিয়ান্সের শেষ ভরসা হার্দিক পান্ডিয়া আউট হলে এত রাতে অলআউট হয়ে যায় মুম্বাই ইন্ডিয়া। সাকিব ৩ ওভারে১৬ রানে অাজ ১ উইকেট নিয়েছেন। মোস্তাফিজ ব্যাট হাতে ১ রান করে

গতকাল দাপুটে জয়ের পর মুস্তাফিজকে দুষ্টামি করে খুঁচা মেরে সাকিব বলেন,মুস্তাফিজ অসাধারন বোলিং করেছেন কিন্তু দুর্ভাগ্য তাদের তারা বার বার হারের বৃত্য থেকে বের ই হতে পারছেনা।তবে ভাল লাগছে এই জন্য আমরা এত কম রান টার্গেট দেওয়ার পর এত বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিতে পেরেছি।স্পেশালি মুস্তাফিজ আমার দেশি ভাই তার জন্য আমার সমবেদনা রইলো।ভোয় হোচ্ছে আমাড় আগে নি কোন মুস্তাফিজ দেশে চলে যায় । হাহা হা আশা ছিল ২জন ই ফাইনালে মুখমুখি হবো কিন্তু এখন মনে হচ্ছে এখন তা আর সম্ভব হবে না।