ণফোরাম নেতা টেলিফোনে কথা বললেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে। বর্তমানে সিঙ্গাপুরে অবস্থানরত সাবেক এই প্রধান বিচারপতিকে ড. কামাল বলেন, ‘আপনি দেশে আসুন, আপনার ভয় কি, আমরা আপনার সঙ্গে আছি।’ সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ড. কামাল হোসেনের এক সময়ের জুনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী গতকাল সন্ধ্যায় বিচারপতি সিনহার সঙ্গে ড. কামালের কথা বলিয়ে দেন।
১১ নভেম্বর ২০১৭ সালে বিচারপতি সালে বিচারপতি সিনহা নানা বিতর্কের জন্ম দিয়ে পদত্যাগ করেন। সিঙ্গাপুর থেকে পদত্যাগপত্র পাঠিয়ে তিনি কানাডায় চলে যান। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষার জন্য সাবেক এই প্রধান বিচারপতি সিঙ্গাপুরে এসেছেন।
সরকারের সূত্রগুলো বলছে, বিচারপতি সিনহার দেশে ফেরার ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে বিতর্কিত এই বিচারপতি তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের দায় এড়াতেই বিদেশে অবস্থানের উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। দুর্নীতি দমন কমিশনে তাঁর বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন অর্থসহ ১১টি অভিযোগ রয়েছে। দুদক সূত্র বলছে, সিনহা দেশে না থাকার জন্য তাঁর তদন্ত থেমে আছে।
কারণ দুর্নীতি দমন কমিশনের রীতি অনুযায়ী কেউ অভিযুক্ত হলে প্রথমে তাঁর বক্তব্য নেওয়া হয়। ড. কামাল হোসেন সাম্প্রতিক সময়ে সরকারকে চাপে ফেলতে নানামুখী তৎপরতা নিয়েছেন। বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা সেই তৎপরতারই একটি অংশ বলে অনেকে মনে করেন।
বাংলা ইনসাইডার/
মালদ্বীপে পানির নিচে আবাসিক হোটেল!
সকালে ঘুম থেকে উঠে চোখ মেললেই আপনি ভারত মহাসাগরের মাছ ও জলজ প্রাণী দেখতে পারবেন। এমন অসাধারণ সুযোগ করে দিচ্ছে মালদ্বীপের একটি রিসোর্ট।
পানির নিচে আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা সারা বিশ্বের মধ্যে এটিই প্রথম হতে যাচ্ছে। আর অসাধারণ এ বিষয়টি প্রথমবারের মতো চালু করতে যাচ্ছে মালদ্বীপ।
মালদ্বীপের একটি বিলাসবহুল রিসোর্ট সম্প্রতি তাদের আবাসন ব্যবস্থাকে নতুন মাত্রা দিতে যাচ্ছে। কনরাড মালদ্বীপস রাংগালি সম্প্রতি তাদের এ প্রকল্পে ১৫ মিলিয়ন ডলার ব্যয় করছে।
প্রকল্পে থাকছে পানির সাড়ে ১৬ ফুট নিচের বেডরুম। এগুলোকে বিশ্বের প্রথম পানির নিচের হোটেল কক্ষ বলা হচ্ছে। তবে শুধু বেডরুমই নয়, রিসোর্টটিতে পানির নিচের আরো কিছু কক্ষ তৈরি করা হচ্ছে দর্শনার্থীদের জন্য।
এখনো প্রকল্পনি নির্মাণাধীন পর্যায়ে আছে এবং নভেম্বর মাসে তা চালু হবে বলে আশা করা হচ্ছে।