‘দেশে আসুন, আপনার ভয় কি?’ টেলিফোনে কথোপকথন কামাল হোসেন বনাম বিচারপতি সিনহা

গণফোরাম নেতা টেলিফোনে কথা বললেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে। বর্তমানে সিঙ্গাপুরে অবস্থানরত সাবেক এই প্রধান বিচারপতিকে ড. কামাল বলেন, ‘আপনি দেশে আসুন, আপনার ভয় কি, আমরা আপনার সঙ্গে আছি।’ সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ড. কামাল হোসেনের এক সময়ের জুনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী গতকাল সন্ধ্যায় বিচারপতি সিনহার সঙ্গে ড. কামালের কথা বলিয়ে দেন।

১১ নভেম্বর ২০১৭ সালে বিচারপতি সালে বিচারপতি সিনহা নানা বিতর্কের জন্ম দিয়ে পদত্যাগ করেন। সিঙ্গাপুর থেকে পদত্যাগপত্র পাঠিয়ে তিনি কানাডায় চলে যান। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষার জন্য সাবেক এই প্রধান বিচারপতি সিঙ্গাপুরে এসেছেন।

সরকারের সূত্রগুলো বলছে, বিচারপতি সিনহার দেশে ফেরার ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে বিতর্কিত এই বিচারপতি তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের দায় এড়াতেই বিদেশে অবস্থানের উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। দুর্নীতি দমন কমিশনে তাঁর বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন অর্থসহ ১১টি অভিযোগ রয়েছে। দুদক সূত্র বলছে, সিনহা দেশে না থাকার জন্য তাঁর তদন্ত থেমে আছে।

কারণ দুর্নীতি দমন কমিশনের রীতি অনুযায়ী কেউ অভিযুক্ত হলে প্রথমে তাঁর বক্তব্য নেওয়া হয়। ড. কামাল হোসেন সাম্প্রতিক সময়ে সরকারকে চাপে ফেলতে নানামুখী তৎপরতা নিয়েছেন। বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা সেই তৎপরতারই একটি অংশ বলে অনেকে মনে করেন।

বাংলা ইনসাইডার

কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন মির্জা ফখরুল

 
হায়াত-মউত আল্লাহর হাতে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেবের এই বক্তব্য ভয়ঙ্কর অশনি সংকেত।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল একথা বলেন। কারাগার খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটলে তার দায়-দ্বায়িত্ব পুরোটাই সরকারকে বহন করতে হবে বলেও জানান তিনি। খালেদা জিয়াকে নিয়ে নোংরা রাজনীতি না করে সোজা পথে তাকে মুক্তি দিয়ে সু-চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এর আগে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্যের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘হায়াত-মউত আল্লাহ’র হাতে, এখানে কারও হাত নেই। ’

এদিকে কারাবন্দি বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার কারা কর্তৃপক্ষ তার সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করতে দেয়নি বলে জানিয়েছিল বিএনপি। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য শুক্রবার বিকালে পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কে কেন্দ্রীয় কারাগারে যান তার বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দারের ছেলে অভি, বড় ছেলে তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানু ও তার মেয়ে শাহিনা খান জামান বিন্দুসহ কয়েকজন।

কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গেলেও তাদের ফিরিয়ে দেওয়া হয় জানিয়ে বিএনপি মহাসচিব । তবে আগামীকাল (রোববার) কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে বিএনপি নেতাদের। কারা সূত্রে এ তথ্য জানা গেছে।

কারা সূত্রে, বৃহস্পতিবার যে দেখা করার কথা ছিল সেই অনুমতিতেই রোববার দুপুর ২টার পর বিএনপি নেতারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।

bartabazar