মোস্তাফিজ এখন আর আগের মোস্তাফিজ নাই

কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৪৬ রানে হারিয়ে মঙ্গলবার জয়ের মুখ দেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আগের তিন ম্যাচের দুর্দান্ত মোস্তাফিজকে এদিন খুজেই পাওয়া যায়নি। চার ওভার বোলিং করে ৫৫ রান দিয়ে তিনি ছিলেন উইকেট শূন্য। যা পুরো আইপিএল ক্যারিয়ারে হয়নি এ তারকার। আইপিএলে প্রথমবারের মতো এত রান দিয়ে এক লজ্জার রেকর্ড গড়লেন কাটার মাস্টার।

এদিকে দলের জয়ের পর উচ্ছ্বসতি হয়ে মোস্তাফিজ নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে লিখেছেন, ‘একটা ভালো দলের বিরুদ্ধে এটি অনেক বড় একটি জয়। আশাকরি পরবর্তী ম্যাচে আমরা এ ধারাবাহিকতা রক্ষা করতে পারবো।’ কিন্তু এ ম্যাচে মোস্তাফিজ ভালো না করায় ব্যাপক সমালোচিত হয়েছেন। আসুন এক নজরে দেখে নেওয়া ভক্তরা কী বলছেন।

একভক্ত তার কমেন্টে লিখেছেন,

‘ভাই নিজের স্বাভাবিক খেলাটাই খেলেন। এমন কি শিখলেন মালিঙ্গার কাছ থেকে যে এত রান খাইলেন। আর যখন বল মার খান তখন একটু সময় নিয়া বল করবেন।

আর বেটিংয়ের মাইন্ড পরার চেষ্টা করবেন। আর ভালো ব্যাটসমেনদের বল করার সময় ভালো করে ভাববেন ওই ব্যাটসমেন কোন শট বেশি খেলতে পছন্দ করে।আরেকভক্ত লিখেছেন, ‘ফিজের বোলিং অনেক এলোমেলো ছিলো! আরো ভালো বল করে আইপিএলে চমকে দিতে হবে, এটাই আশা করি।’

আরেকভক্ত লিখেছেন, ‘এত আগ্রহ নিয়া তোমার খেলা দেখতে বসছিলাম, কিন্তু তুমি তো ভাই মানসম্মান সব ডুবাই দিলা।অন্য আরেকভক্ত লিখেছেন,
‘তোমার তাসকিনের বাতাস লাগছে, সমস্যা নাই তুমি যে খুব শিগগিরই তাসকিনের মতো হারিয়ে যাবা এতে সন্দেহ নাই। ’ আরেকভক্ত লিখেছেন, ‘মোস্তাফিজ এখন আর আগের মোস্তাফিজ নাই, কই যে গেলো আগের বল গুলো, জাতি জানতে চায় তোমার সমস্যাটা কোথায় ?

বিগ ব্যাশ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওপর ক্ষুব্ধ ওয়ার্ন

এবার আইপিএলের পথেই হাঁটতে চলেছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগও। আগামী ক্রিকেট মরসুম থেকে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে ম্যাচ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যা নিয়ে রীতিমত ক্ষুব্ধ প্রাক্তন অজি স্পিনার শেন ওয়ার্ন।

২০১৭-১৮ মরসুমেই বিগ ব্যাশ লিগে ম্যাচের সংখ্যা ৩৫ থেকে বেড়ে হয়েছে ৪৩। আটটি দলের মধ্যে রাউন্ড-রবিন লিগের পর নকআউট ভিত্তিতে ম্যাচগুলি হয়।

কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া আগামী মরসুম থেকে আইপিএলের মতো হোম-অ্যাওয়ে ভিত্তিতে লিগের পর নক-আউট পর্বের ম্যাচ হবে। সবমিলিয়ে ম্যাচের সংখ্যা হবে ৫৯টি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তে নিজের হতাশা চাপা রাখেননি প্রাক্তন অজি কিংবদন্তি শেন ওয়ার্ন। টুইটারে নিজের ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেছেন, ” ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে ক্রিকেটারদের সমান পার্টনারশিপ হওয়া উচিত্। আমি নিশ্চিত উভয়পক্ষই কোনও বিষয়ে সবসময় একমত নাও হতে পারে। কিন্তু উভয় পক্ষের মনোভাব যদি এক হয় সেটা অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য ভালো হবে। আর এতে ক্রিকেটপ্রেমীরাও খুশি হবেন”