প্রিয় বাংলাদেশ,
আপনাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভালো নেই। তিনি শারীরিক ভাবে অনেক অসুস্থ। উনার পা এবং মেরুদন্ডের উপর ও নিচের অংশে প্রচণ্ড ব্যথা অনুভূত হচ্ছে। কোন ঔষধেই কাজ হচ্ছেনা। এমনকি তিনি বিছানা থেকে উঠেও আসতে পারছেন না কারো সাথে দেখা করতে।
ফ্যাসিষ্ট এই সরকার আপনাদের প্রিয় নেত্রীকে জেলের মধ্যেই বিনা চিকিৎসায় মেরে ফেলার চেষ্টা করছে।কোন ধরনের কেয়ারই নেওয়া হচ্ছেনা উনার প্রতি।
এভাবে তিলে তিলে যদি আপনাদের আপোষহীন এই প্রিয় নেত্রীকে মেরে ফেলা হয় তবে মনে রাখবেন লুণ্ঠিত গনতন্ত্রকে মুক্ত করার মতো আর কোন নেতৃত্বই অবশিষ্ট থাকবেনা আপনাদের জন্য।
আপনাদের প্রিয় নেত্রী ঘোষনা দিয়েছেন আপনাদেরকে এই স্বৈরাচার রাক্ষসের মুখে রেখে তিনি কোথাও যাবেন না। চিকিৎসার জন্য তিনি বিদেশেও যাবেন না। তাই বলে কি আপনারাও চুপসে বসে থাকবেন?
আপনারা কি আপনাদের প্রিয় নেত্রীর জন্য কিছুই করবেন না? আপনাদের নেত্রী যেমন আপনাদেরকে রেখে কোথাও যেতে ইচ্ছুক নন তেমনি আপনাদেরও তো উচিত নেত্রীর এই বিপদের সময় উনার পাশে দাঁড়ানো।
তাই আসুন সকলে মিলে প্রিয় নেত্রীর সুচিকিৎসার দাবী তুলি, অবিলম্বে নেত্রীকে উনার ব্যক্তিগত চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হোক। সুচিকিৎসার জন্য প্রিয় নেত্রীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হোক।
দেশ নেত্রীর কিছু হলে সব আওড়াইয়া ফেলবো এমন স্লোগান না তুলে নেত্রীর কিছু হওয়ার আগেই দাবানল ছড়িয়ে দিন। নেত্রীর জন্য কিছু একটা করুন প্লিজ।
আপনাদের প্রাণপ্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন।
লেখক — মেজর ডালিম
sonarbangla24.net
খালেদা জিয়ার অবস্থা ‘প্রচণ্ড খারাপ’
দুর্নীতি মামলার সাজায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘প্রচণ্ড খারাপ’ জানিয়ে তাকে দেখতে যাওয়া পরিবারের সদস্যদের ফিরিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার কারাগারে খালেদা জিয়াকে দেখতে গেলে অসুস্থতার কারণ দেখিয়ে কারা কর্তৃপক্ষ তার সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করতে দেয়নি।খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে বিকালে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারে যান তার বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দারের ছেলে অভি, বড় ছেলে তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানু ও তার মেয়ে শাহিনা খান জামান বিন্দুসহ পরিবারের কয়েকজন সদস্য।
কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গেলেও তাদের ফিরিয়ে দেয়া হয় বলে যুগান্তরকে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পরিবারের সদস্যদের কারা কর্তৃপক্ষ বলেছেন- ম্যাডাম উপর থেকে নিচে নামতে পারছেন না। তার শারীরিক অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে বলে মনে হচ্ছে।কারা সূত্র যুগান্তরকে জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব একটা উন্নতি হয়নি; আবার অবনতিও হয়নি। তার হাঁটু, হাত-পা এবং ঘাড়ে ব্যথা রয়েছে। মেডিকেল বোর্ডের ব্যবস্থাপত্র অনুযায়ী তার চিকিৎসা চলছে। এছাড়া তার চোখে একটু সমস্যা দেখা দিয়েছে। চোখ লাল বর্ণ ধারণ করেছে। কারা কর্তৃপক্ষ নিজস্ব ডাক্তারের মাধ্যমে তার চিকিৎসা চালাচ্ছে।
মির্জা ফখরুল বলেন, কারা কর্তৃপক্ষের কাছে ম্যাডামের (খালেদা জিয়া) এই অবস্থার কথা শুনে পরিবারের সদস্যরা খুবই উদ্বিগ্ন বলে আমাকে জানিয়েছেন। এ বিষয়ে আমরাও উদ্বিগ্ন।এর আগে বৃহস্পতিবার বিকালেও খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়ে ব্যর্থ হন ফখরুলসহ বিএনপির তিন নেতা।উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। এরপর থেকেই তিনি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
jugantor