অবৈধভাবে ক্ষমতা দখলের জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করা উচিৎ ছিল: ববি হাজ্জাজ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা দখলের দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোনে মহাসমাবেশ গণতন্ত্রের মুখে চপেটাঘাত বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। শনিবার বিকেলে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে ববি বলেন, ১৯৮২ সালের ২৪ মার্চ, আজকের এই দিনে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন সাবেক সেনাশাসক ও বর্তমান প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মহুম্মদ এরশাদ। একইদিনে আজ মহান স্বাধীনতা সংগ্রাম ইতিহাসের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ গণতন্ত্রের মুখে চপেটাঘাত। এই সমাবেশ থেকে অবৈধভাবে ক্ষমতা দখলের জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা উচিৎ ছিল দলটির চেয়ারম্যান হুসেইন মহুম্মদ এরশাদের।

তিনি বলেন, ধারাবাহিকভাবে দেশের গণতান্ত্রিক রাজনীতিকে কলুষিত করেছে দলটি। জার্মানভিত্তিক একটি গবেষণা সংস্থার প্রতিবেদনে বিশ্বের খারাপ গণতন্ত্রের রাষ্ট্রের তালিকায় রয়েছে বাংলাদেশ। একইসাথে সরকার এবং বিরোধী দলে অবস্থান নেয়া জাতীয় পার্টির লজ্জাজনক ভূমিকার কারণেই আমাদের এই দুর্নামের ভাগিদার হতে হয়েছে।

বিবৃতিতে তিনি আরো বলেন, দলটির শীর্ষ নেতৃত্ব মনে করেন তাদের সুযোগ সন্ধানী রাজনীতির পথের কাঁটা এনডিএম। আমরা এখন পর্যন্ত প্রায় ১৬৩টি আসনে সাবেক মন্ত্রী, পৌর মেয়র, জেলা পরিষদ প্রশাসক, সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবকের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসাবে চূড়ান্ত করেছি। নির্বাচনভিত্তিক সবগুলো জরিপ বলছে বিগত সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ৩৪ এমপির কেউ নিজ জনপ্রিয়তা নির্বাচিত হয় নাই এবং বাংলাদেশের কোথাও তাদের কোন নেতার আগামী নির্বাচনে বিজয় লাভের সম্ভাবনা নাই।

ববি বলেন, নির্বাচন কমিশন নিবন্ধনের গেজেট প্রকাশ করার পরই দলীয় প্রতীক নিয়ে সারাদেশে নির্বাচনী প্রচারণা শুরু করবে এনডিএম। আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ থেকে গণতন্ত্রের মুক্তির নতুন বার্তা নিয়ে জনগণের মাঝে সাড়া ফেলবে এনডিএম বলেও তিনি জানান।

উৎস- মানবকণ্ঠ