গতকাল নিন্দুকদের দাঁতভাঙা জবাব দিয়েছেন ক্রিস গেইল। বুড়ো আঙুল দেখিয়ে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। এদিন ৬৩ বলে ১ চার ও ১১ ছক্কায় ১০৪ রানের টর্নেডো ইনিংস খেলেন গেইল। তার তিন অঙ্কের ম্যাজিক ফিগার দিয়েই এবার সেঞ্চুরির খাতা খুলল আইপিএল।
গেইল বলেন বৃহস্পতিবার রশিদ খানকে টার্গেট করেছিলেন তিনি, ‘রশিদ প্রধান বোলারদের একজন। সে তার ক্যারিয়ার ও আইপিএলে অসাধারণ বল করে আসছে। তাই আমি তাকে চাপে রাখতে চেয়েছিলাম। তাকে দিয়েই দেখাতে চেয়েছিলাম, দেখ তোমার ওপাশে কিন্তু বস দাঁড়িয়ে।’
হুমকিও দিচ্ছেন এই তারকা, তিনি বলেন ‘বোলারদের এখন থেকে একটা জিনিস বলতে চাই, বল করার আগে দেখ , উইকেটের ওপাশে কে ব্যাট করছে!’
বৃহস্পতিবার রশিদ খানের এক ওভারে চার ছক্কা হাঁকান গেইল। মোট ১১ ছক্কার সঙ্গে কেবল এক চার, ইনিংসের আদ্যোপান্ত ব্যাটিং করে ৬৪ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন। তার দল জিতেছে ১৫ রানে।