বর্তমান নির্বাচন ব্যবস্থা নিয়ে দেশের সাধারণ মানুষ এখন শঙ্কিত

বাংলাদেশের ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেছেন, বর্তমান নির্বাচন ব্যবস্থা নিয়ে দেশের সাধারণ মানুষ এখন শঙ্কিত। তাদেরকে নির্বাচনে আনতে না পারার কারণে রাজনীতিবিদদের হাতে জাতীয় সংসদ ও রাজনীতি নেই, তা এখন ব্যবসায়ীদের হাতে। বৃহস্পতিবার একান্ত সাক্ষাৎকারে এ প্রতিবেদকের কাছে তিনি এসব কথা বলেন।

পঙ্কজ ভট্টাচার্য বলেন, দেশে এখনও অবাধ-নিরপেক্ষ ও অর্থবহ নির্বাচনের একটি স্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়নি। নির্বাচনের নামে শাসকরা প্রহসন করে চলেছে। ফলে নির্বাচন নিয়ে সৃষ্টি হচ্ছে অনিশ্চয়তা ও নৈরাজ্য। মানুষের মধ্যে নির্বাচনের ব্যাপারে জনমত ও আস্থা সৃষ্টি করা দরকার। সকলের অংশগ্রহণমূলক নির্বাচনী ব্যবস্থা করতে হবে। তবে, জনগণ যাতে সঠিকভাবে ভোট দিতে পারে- সেই নির্বাচনী ব্যবস্থা কখনও আসবে কিনা জানি না।

ঐক্য ন্যাপের সভাপতি বলেন, এক শ্রেণীর লুটেরা ব্যবসায়ী ব্যাংকের টাকা লুটপাট করছে। নির্বাচনে বেশী টাকা ব্যয় ও বিপুল সম্পদের জন্য নির্বাচনী বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে নির্বাচন সুষ্ঠু হবে কিনা জানি না।

তিনি বলেন, নির্বাচনের কথা শোনার পর সংখ্যালঘু মানুষ চিন্তিত হয়ে পড়েছে। কারণ কখন আবার নির্বাচনের নামে তান্ডব শুরু হয়। যারা এ তান্ডব করছে তারা ক্ষমতার সঙ্গে জড়িত। সামাজিক ও রাজনৈতিক শক্তি সকলে মিলে তা টিক করতে হবে-যাতে ভাল নির্বাচন করা যায়। অর্থাৎ দেশে জনগণের অংশগ্রহনমূলক সময়োপযোগী নির্বাচনের ব্যবস্থা করা দরকার।

amadershomoy

অব্যাহতি নয়, রনিকে বহিস্কার করা হয়েছে : সোহাগ

চট্টগ্রাম: আলোচিত-সমালোচিত নুরুল আজিম রনিকে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নয় বহিস্কার করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রিয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।

বৃহস্পতিবার রাত পৌনে ৯ টার দিকে মুঠোফোনে একুশে পত্রিকাকে বিষয়টি জানিয়েছেন।

যদিও এরআগে সাড়ে সাতটার দিকে নিজের ফেসবুকে পোস্ট দিয়ে পদ থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছিলেন রনি। সেখানে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জাকারিয়া দস্তগীরকে দায়িত্ব দেবার কথা উল্লেখ করেছিলেন তিনি।

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘বির্তকিত কর্মকাণ্ডের কারণে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে পদ থেকে সাসপেন্ড করা হয়েছে। তার অব্যাহতির কোনও সুযোগ নেই। রাত ৮ টার দিকে কেন্দ্রিয় ছাত্রলীগের এক জরুরী সভায় রনিকে সাসপেন্ড করার সিদ্ধান্ত হয়েছে। ’

রনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নিজ গ্রুপের জাকারিয়া দস্তগীরকে ঘোষণা দিলেও এ বিষয়ে রনির এখতিয়ার নেই বলে জানান ছাত্রলীগ সভাপতি সোহাগ। কেন্দ্র থেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে বলেও জানান ছাত্রলীগের র্শীর্ষ এ নেতা।

প্রসঙ্গত, নগরীতে এক অধ্যক্ষকে মারধর নিয়ে সমালোচনার রেশ না কাটতেই এবার এক কোচিং সেন্টারের মালিককে পেটানোর অভিযোগ উঠে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনায় বাদী হয়ে মোহাম্মদ রাশেদ নামের ওই ভুক্তভোগী নগরীর পাঁচলাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে রনি ও তার বন্ধু নোমানকে আসামি করা হয়েছে