আইপিএলের চলতি আসরে শুরু থেকেই চোখ ধাঁধানো পারফরেমেন্স দিচ্ছে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ। এতে বাংলাদেশ অধিনায়কের কৃতিত্বও অনেকটা। তার ঘূর্ণিতে কুপোকাত হয়েছে প্রতিপক্ষ। এখনো পর্যন্ত তিন ম্যাচের তিনটিতেই জিতেছে তারা। অপরদিকে উল্টো চিত্র বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্সের। তিন ম্যাচেই তীরে এসে তরী ডুবিয়েছে তারা।
সবশেষ চতুর্থ ম্যাচে এসে জয়ের মুখ দেখেছে। তবে ম্যাচের ফলাফল যাই হোক, তাদের বোলিংয়ের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জেমস ফকনার। প্রশংসা করেছেন সাকিবের দলের বোলিং বিভাগেরও।এই অসি ক্রিকেটার বোলিং আক্রমণে সেরা দল বলেছেন সানরাইজার্স হায়দরাবাদকে, এরপর বলেছেন মোস্তাফিজের মুম্বাইয়ের কথা।
ফকনার বলেন, ‘আমার মতে চলতি আইপিএলের সবচেয়ে শক্তিশালী বোলিং ডিপার্টমেন্ট হায়দরাবাদের। গত কয়েক আসর ধরেই দুর্দান্ত ফর্মে আছেন ভুবনেশ্বর কুমার। এছাড়াও বিশ্বের সেরা টি-টোয়েন্টি স্পিনার রশিদ খানও আছেন হায়দরাবাদে। তাই আমার চোখে তাদের বোলিং বিভাগই সেরা।’
তালিকা দ্বিতীয় স্থানে তিনি রেখেছেন মুম্বাইকে। মোস্তাফিজ, বুমরাহদের নিয়ে গড়া মুম্বাইয়ের শক্তিশালী বোলিং ডিপার্টমেন্টের প্রশংসা করেছেন তিনি। বলেছেন, ‘মুম্বাইয়ে সেরা দুই ডেথ বোলার জাসপ্রিত বুমরাহ এবং মোস্তাফিজুর রহমান আছেন। আমার মতে, তারা বোলিংয়ের দিক দিয়ে দ্বিতীয়তে থাকবে। বুমরাহ ফর্মে নেই বলাটা অন্যায় হবে। তাকে সবসময় ডেথ ওভারে বোলিং করতে হয়। এটা মোটেও সহজ কাজ নয়।’
আজ চতুর্থ ম্যাচে মাঠে নামবে সাকিবের সানরাইজার্স হায়দরাবাদ। তাদের প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাব।দুই দিন পর ২২ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লড়বে মোস্তাফিজের মুম্বাই।দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
মোস্তাফিজকে নিয়ে যা বললেন মুম্বাই অধিনায়ক
আইপিএলে উদ্বোধনী ম্যাচের শেষ ওভারে মোস্তাফিজের হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। ভরসার প্রতিদানও দিয়েছিলেন মোস্তাফিজ। প্রথম তিনটি ডট বল দিয়েছিলেন। কিন্তু পরের বলেই ছক্কা হাঁকিয়ে হিসেব পাল্টে দেন চেন্নাইয়ের কেদার যাদব। ম্যাচ শেষে মোস্তাফিজকে অনেক দুষলেও অধিনায়ক ছিলেন তার পাশে। গতকাল আসরে প্রথমবারের মতো জিতেছে মুম্বাই। তবে কোনো উইকেট পাননি মোস্তাফিজ। এই সময়ও তার পাশে ছিলেন অধিনায়ক রোহিত। বললেন, একজন বোলার সব সময় ভালো খেলবেন না। পরের ম্যাচেই ছন্দে ফিরবেন মোস্তাফিজ।
মঙ্গলবার বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৪৬ রানের বড় জয় পায় মুম্বাই। তবে কোনো উইকেট শিকার করতে পারেননি বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজ। ৪ ওভার বল করে দিয়েছেন ৫৫ রান।
এ ব্যাপারে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মাকে প্রশ্ন করা হলে বলেন, ‘মোস্তাফিজ প্রথমবারের মতো মুম্বাইয়ের হয়ে খেলছেন আর তার ম্যাচের সংখ্যাও অনেক কম। আজ (মঙ্গলবার) মোস্তাফিজ ভালো করতে পারেনি। আপনিও সবসময় ছন্দে থাকবেন না। একজন বোলার সবদিন ভালো বোলিং করবেন না। একদিন তার বোলিং খারাপ হতেই পারে। তবে আমি আশা করছি মোস্তাফিজ পরের ম্যাচেই ছন্দে ফিরবে।’
মুম্বাইয়ের হয়ে তিন ম্যাচে পাঁচটি উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। সেরা বোলিং ফিগার সাবেক দল হায়দরাবাদের বিপক্ষে ২৪ রানে তিন উইকেট।তাদের পরবর্তী ম্যাচ রাজস্থান রয়্যালেসর বিপক্ষে আগামী ২২ এপ্রিল। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।
Naya Diganta