টিবিটি খেলাধুলা: না, সময়ের সঙ্গে সঙ্গে পারফর্মেন্স মলিন হয়ে যায়নি আফগান তরুণ লেগ স্পিনার রশিদ খানের। চলতি আইপিএলে তার স্পিনে ঘায়েল হয়েছেন অনেক নামকরা ব্যাটসম্যান। রশিদের বিপক্ষে খেলতে সমস্যা হচ্ছে অনেকেই। কারণ, কোন বলটা তিনি ভিতরের দিকে আনবেন আর তার কোন বলটা বাইরে যাবে তা বুঝতে পারছেন না কেউ। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তিন ম্যাচ মিলিয়ে ১২ ওভার বল করে তিনি উইকেট পেয়েছেন ২ টি।
এবার ছোট্ট ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম সেরা সার্টিফিকেট পেলেন রশিদ। আইপিএলে প্রথম সপ্তাহের খেলা দেখেই রশিদ খানকে ‘বিশ্বের সেরা লেগ স্পিনার’ বলে ঘোষণা করলেন সাবেক অস্ট্রেলীয় তারকা ব্যাটসম্যান ডিন জোন্স। তিনি বলেছেন, ‘যুজবেন্দ্র চাহালকে সমীহ না করার কিছু নেই। ও ক্রমশ উন্নতি করছে। কিন্তু চাহালের চেয়েও অনেক উঁচু মাপের স্পিনার এই রশিদ। এই মুহূর্তে বিশ্বের সেরা লেগস্পিনার সে।’
জোন্স আরও বলেন, ‘আমি ওর ভক্ত হয়ে গেছি। আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলে কোচিং করানোর সুবাদেই জানি ও কতটা ভয়ঙ্কর। ও বল দুদিকেই ঘোরাতে পারে। গুগলি দেওয়ার জন্য, ওর হাতে চার রকমের গ্রিপ রয়েছে। যা খুব সহজে কোনো ব্যাটসম্যান পড়ে ফেলতে পারবে না।’
অনন্য উচ্চতায় কোহলি
টিবিটি খেলাধুলা: প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে ৫ হাজার বা তার বেশি রানের রেকর্ড গড়লেন ভারত ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। গতকাল মঙ্গলবার চলতি আইপিএলের ১৪তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে অপরাজিত ৯২ রান করে ব্যাঙ্গালুরুর হয়ে ছোট ফরম্যটে ৫ হাজার রান পূর্ণ করেন কোহলি।
বিধ্বংসী ওই ইনিংসের পর কোহলির নামের পাশে এখন ৫ হাজার ৪৩ রান। এরমধ্যে আইপিএলে ১৫৩ ম্যাচে করেছেন ৪৬১৯ রান। যা আইপিএলের ইতিহাসে এক ব্যাটসম্যানের সবচেয়ে বেশি রান।
মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচেই ৯২ রানের ইনিংস খেলে সুরেশ রায়নাকে ছাড়িয়ে যান কোহলি। রায়নার রান এখন ৪৫৫৮।
আইপিএল ছাড়াও ব্যাঙ্গালুরুর হয়ে চ্যাম্পিয়ন্স লিগে ৪২৪ রান করেছেন কোহলি। ২০০৮ সালে আইপিএল শুরুর পর থেকেই ব্যাঙ্গালুরুর হয়ে খেলছেন তিনি। চলতি আসরে তার ব্যাটের দিকেই তাকিয়ে ব্যাঙ্গালুরু।