মালিঙ্গার স্পেশাল ক্লাসে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। মালিঙ্গার কাছ থেকে কি শিখছেন মোস্তাফিজুর রহমান?

আইপিএলে আজকের বিগ ম্যাচে মুখোমুখি হচ্ছে মুস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং বিরাট কোহেলির দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মুম্বাইয়ের ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ রাত ৮ টা ৩০ মিনিটে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স।

অাইপিএলে এ তেমন সুবিধাজনক স্থানে নেই এই দুটি দল। ইতিমধ্যে তিন ম্যাচের মধ্যে তিন ম্যাচের হেরে পয়েন্ট টেবিলের একদম তলানিতে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে পয়েন্ট টেবিলে ছয়ে রয়েছে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এখন পর্যন্ত তিন ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জয়লাভ করেছে। এখন পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিন ম্যাচের মধ্যে তিন ম্যাচেই খেলেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

এদিকে আজ ম্যাচের আগে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং পরামর্শক লাসিথ মালিঙ্গা এর কাছ থেকে বোলিং শিখছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

মুম্বাই ইন্ডিয়ান্স : রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরা, ক্রুনাল পান্ডিয়া, ইশান কিষান, কিয়েরন পোলার্ড, প্যাট কামিন্স, এভিন লুইস, সূর্যকুমার যাদব, বেন কাটিং, মোস্তাফিজুর রহমান, রাহুল চাহার, প্রদিপ সাংওয়ান, জেসন বেহরেনডোর্ফ, জেপি ডুমিনি, সৌরভ তিওয়ারি, তাজিন্দর ধিলন, আকিলা ধনঞ্জয়া, নিধিশ ডিনেসন, আদিত্য তারে, সিদ্ধেশ দিনেশ, মায়াংক মারকান্দে, শরদ লুম্বা, অনুকুল রয়, মহসিন খান।

অবশেষে আইপিএলে জয়ের মুখ দেখল মোস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্স

 

 

অবশেষে জয়ের মুখ দেখলো মুম্বাই ইন্ডিয়ান্স। ৪৬ রানের বিশাল জয পেয়েছে় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিপক্ষে। এদিন আগে ব্যাট করে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কে ২১৪ রানের বিশাল টার্গেট দেয় মুস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্স।

জবাবে ব্যাট করতে নেমে ভিরাট কোহেলির একার ৯২ রানে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে এদিন মুম্বাই ইন্ডিয়ান্স জিতলেও বোলিংয়ে ভালো করতে পারেনি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।৪ ওভারে তিনি দিয়েছেন ৫৫ রান। প্রথম তিন ম্যাচে উইকেট দেখা পেলে এই দিন তিনি উইকেট পাননি একটিও।

নিজেদের ঘরের মাঠে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ২ উইকেট হারায় মুম্বাই ইন্ডিয়ান্স। এরপরে ইভেন লুইসকে সাথে নিয়ে বড় পার্টনারশিপ গড়েন অধিনায়ক রোহিত শার্মা।

শূন্য থেকে দুইজন মিলে যোগ করেন ১০৮ রান। ৪২ বলে ৬৮ রানে ৬ টি চার এবং ৫ ছক্কার সাহায্যে রান করে লুইস অাউট হয়। লুইস অাউট হলেও অন্য প্রান্ত থেকে ব্যাটিংয়ে ঝড় তোলেন রোহিত শার্মা। রোহিত শার্মার ৫২ বলে ৯৪ রানে ২০ ওভারে ২১৩ রান করে মুম্বাই।