চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১১তম আসরে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু এখনো জয়ের দেখা পায়নি দলটি। তিন ম্যাচের তিনটিতেই হেরেছে দলটি। আজ নিজেদের চতুর্থ ম্যাচে কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নেমছে মুম্বাই ইন্ডিয়ান্স। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হয়েছে ম্যাচটি।
ডেটথ ওভারে মোস্তাফিজ-বোমরাহ দারুণ বোলিং করলেও মুম্বাইকে জিতাতে পারেনি। তবে আইপিএলে মুম্বাইয়ের হয়ে দারুণ বোলিং করতেন শ্রীলঙ্কান গতি তারকা লাসিথ মালিঙ্গা। কিন্তু চলতি আইপিএলে মুম্বাইয়ের বোলার নয় বরং পরামর্শক হিসেবে রয়েছেন তিনি। ডেটথ ওভারে তার ইয়ার্কারে নাজেহাল অবস্থা ব্যাটসম্যানদের। কিন্তু ডেটথ ওভারে মোস্তাফিজ সেভাবে ইয়ার্কার দিতে পারেননি।
আর তাইতো তাকে মোস্তাফিজকে শিখিয়ে দিচ্ছেন মুম্বাই দলের বোলিং পরামর্শক লাথিস মালিঙ্গা। মুম্বাই মুম্বাই ইন্ডিয়ান্স তাদের নিজস্ব ফেসবুক পেজে মালিঙ্গা এবং মোস্তাফিজের একটি ছবি পোস্ট করেন। এছাড়াও আজকের ম্যাচ নিয়ে নিজস্ব ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে মোস্তাফিজ লিখেন, ‘আইপিএলের অন্যতম সেরা দল আরসিবি’র বিপক্ষে এটা আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। আমার পাশে থাকবেন।
রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ, রাহুল চাহার, বেন কাটিং, আকিলা ধনঞ্জয়া, জেপি ডুমিনি, ইশান কিশান, সিদ্ধেষ লাদ, এভিন লুইস, শারাদ লুম্বা, মিচেল ম্যাক্লেনেগান, মায়াংক মারকান্দে, মোহসিন খান, মুস্তাফিজুর রহমান, দিনেশান নিদ্ধেষ, হার্ধিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, কাইরন পোলার্ড, অনুকুল রয়, প্রদীপ সাংওয়ান, তাজিনদার সিং, আদিত্য তারে (উইকেটরক্ষক), সৌরভ তিওয়ারি, সূর্যকুমার যাদব।
মুম্বাই= ২১৩/৬ ওভার=২০ এস এ যাদব=০ আউট,লুইস=৬৫ আউট,ইশান কিশান=০ আউট,রোহিত=৯৪ আউট,পান্ডিয়া=১৫ আউট,পোলার্ড=৫ আউট,হার্ডীক পান্ডীয়া=১৫,ক্লিংগান=০
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর=১৬৭/৮ ওভার= ২০ । ডি কক= ১৯(আউট) , কোহলি = ৯২ , ডি ভিলিয়ার্স =১(আউট) ,মানদীপ সিং=১৬(আউট), এন্ডারসন= ০(আউট) , ওয়াশিংটন সুন্দর=৭(আউট) , সরফরাজ খান= ৫(আউট), ওকেস= ১১(আউট) , উমেশ যাদব= ১(আউট) ,সিরাজ= ৮ ।
মুম্বাই ইন্ডিয়ান্স ৪৬ রানে জয় পেল