গর্তের মধ্যেও মিলবে না বিএনপি নেতাকর্মীদের খোঁজ

বিএনপি নেত্রী খালেদা জিয়ার সিদ্ধান্ত এবং তারেক রহমানের পরামর্শে বিএনপির নেতারা যদি আগেরবারের মতো এবারও নির্বাচনে না আসেন তবে গর্তের মধ্যেও তাদের দেখা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।১৬ এপ্রিল, সোমবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।

হাছান মাহমুদ বলেন, ‘এখন তো বিএনপি নেতাকর্মীরা গর্তের মধ্যে আছে, তবু গর্তের মধ্যে দেখা যায়। কিন্তু ভবিষ্যতে গর্তের মধ্যেও আর দেখা যাবে না।’বিএনপি নেতাকর্মীদের নির্বাচনে আসার পরামর্শ দিয়ে হাছান মাহমুদ বলেন, ‘আমি আগেও বলেছি এবং আজকেও বলব, আপনাদের রাজনীতি কি দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত খালেদা জিয়াকে রক্ষা করা, নাকি বিএনপিকে রক্ষা করা? যদি বিএনপিকে রক্ষা করাই আপনাদের রাজনীতি হয়, তাহলে অবশ্যই আপনারা আগামী নির্বাচনে আসবেন।’

জেলে বিএনপি নেত্রাী খালেদা জিয়ার সুযোগ-সুবিধা সম্পর্কে বলতে গিয়ে সাবেক এ মন্ত্রী বলেন, ‘কারাবিধি অনুযায়ী কারাগারে কেউ শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ পাওয়ার সুযোগ নেই। খালেদা জিয়া শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে আছেন। বাংলাদেশের আইন এবং বিধান অনুযায়ী, কারাগারের মধ্যে পছন্দের গৃহপরিচারিকাকে রাখার সুযোগ নেই। খালেদা জিয়া তার পছন্দের গৃহপরিচারিকাকে সঙ্গে রাখতে পেরেছেন; যা আগে কখনো কেউ পায়নি।’


সংস্কৃতিকে বিএনপি-জামায়াত গোষ্ঠী ধর্মের মধ্যে টেনে আনতে চায় উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘সংস্কৃতির মধ্যে কেউ কেউ ধর্মকে টেনে আনতে চায়, যেটি কখনোই কাম্য নয়। যারা সংস্কৃতিকে ধর্মের মধ্যে টেনে আনে, তারা দেশকে বিভক্ত করতে চায়। এর পেছনে কাজ করছে বিএনপি-জামায়াত গোষ্ঠী।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা হাসিবুর রহমান। অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক প্রমুখ।

reportbd24.com