বেশরমের মতো’ বকবক করছেন কাদের: রিজভী

কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করতে না পারায় হতাশায় ডুবছে’-আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের এমন বক্তব্যকে ‘বেশরমের মতো বকবক’ বলেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

সোমবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এ সময় তিনি কোটা আন্দোলনে তারেক রহমানের ‘ইন্ধন’ এর বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের জবাব দেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কার করে ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার দাবিতে শিক্ষার্থীদের উত্তাল আন্দোলনের মধ্যে গত ১২ এপ্রিল প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, ‘কোনো কোটা থাকার দরকার নাই।’

আর বিএনপি প্রধানমন্ত্রীর এই ঘোষণাটিকে দেখছে সরকারের পরাজয় হিসেবে। রিজভী বলেন, ‘আমি ওবায়দুল কাদের সাহেবের উদ্দেশ্যে বলতে চাই, কোটা সংস্কার আন্দোলন নিয়ে পরাজিত হওয়ায় এখন আপনারা বেসামাল হয়ে পড়েছেন। দিশেহারা হয়ে প্রতিদিন আপনারা বকবক করছেন বেশরমের মতো।’

ছাত্রদের আন্দোলন চলাকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে ছাত্রদের কর্মসূচিকে সমর্থন করেন। জানান, বিএনপি ক্ষমতায় গেলে তাদের ভিশন ২০৩০ অনুযায়ী মুক্তিযোদ্ধার সন্তান, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর কোটা ছাড়া বাকি সব বাতিল করা হবে।

একই সময় আবার কোটা সংস্কার আন্দোলনে চলাকালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষক নেতা অধ্যাপক মামুন আহমেদের মধ্যে টেলিফোনালাপও প্রকাশ হয়। এই আন্দোলনে ‘অর্গানাইডজ ওয়েতে’সাপোর্ট দেয়ার বিষয়ে দুই জনের মধ্যে কথা হয়।


ফোনালাপে তারেক রহমানকে অধ্যাপক মামুন বলেন, ‘আমার ব্যক্তিগত ধারণা, সাপোর্টটা দেওয়া প্রয়োজন। জেনারেল ওয়েতেই সেটা করা প্রয়োজন। তবে অর্গানাইজড করাটা বিভিন্ন কারণে সম্ভব হয় নাই। তবে এখন পরিস্থিতি এমন হয়েছে যে, এখন অর্গানাইজড করার সময় হয়ে এসেছে। আপনি বলায় এটা আরও বেশি এক্সপাডাইজ হবে নিশ্চয়। নিশ্চয় সেটা আমরা করব।’

এই কথোপকথনের জেরে ১৩ এপ্রিল নারায়ণগঞ্জে সাংবাদিকদেরকে কাদের বলেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে এই আন্দোলন নিয়ে ষড়যন্ত্র করছিলেন। তবে তার এই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।’

দুই দিন পর রাজধানীতে এক আয়োজনে সাংবাদিকদেরকে কাদের বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করতে না পারায় হতাশায় ডুবছে। লন্ডন ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, কোটা নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা ছিল সাহসী পদক্ষেপ।’

কাদেরের এমন বক্তব্যের সমালোচনার পাশাপাশি কোটা আন্দোলন নিয়ে তারেক রহমানের অবস্থানেরও প্রশংসা করেন রিজভী। বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশের মাটি ও মানুষের নেতা। কোটা সংস্কার আন্দোলনে নির্যাতিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি ন্যায়সঙ্গত ও সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। এজন্যই তার বিরুদ্ধে বিষোদগার করছে আওয়ামী লীগ।’

প্রধানমন্ত্রী জেদের বশে কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন দাবি করে বিএনপি নেতা বলেন, ‘এ ঘোষণা শুভঙ্করের ফাঁকি ও শিক্ষার্থীদের সঙ্গে সেরা প্রহসন। কারণ, এখনও প্রজ্ঞাপন জারি করা হয়নি।’

‘উপরন্তু ঢাকা, জাহাঙ্গীরনগরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা ছাত্রলীগ আতঙ্কে দিন কাটাচ্ছে।’

ঢাকাটাইমস