ছাত্রলীগের সভাপতি এম সাইফুর রহমান সোহাগকে সরাসরি প্রশ্ন করে বসলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সার্জেন্ট জহিরুল হক হলের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান বুলবুল।তিনি সোহাগের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, কোটা সংস্কার আন্দোলনে নিরব ভূমিকা পালন করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে কত টাকা নিয়েছেন?
সোমবার দুপুরে ঢাবির মধুর ক্যান্টিনে এ প্রশ্ন তোলার সঙ্গে সঙ্গে ছাত্রলীগের সভাপতির অনুসারীরা প্রশ্নকর্তা বুলবুল এবং তার একজন কর্মী মিশকাতের ওপর হামলা করে। এছাড়া কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরেফিন সিদ্দিক সুজনকেও মারধর করা হয়। এছাড়া বর্তমান কমিটির উপ নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক মিশুকে আহত করা হয়।
এ হামলার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন মিশকাত।এ হামলার ঘটনার আগে ছাত্রলীগের সহ-সভাপতি আরেফিন সিদ্দিক সুজন সংগঠনের সভাপতি এম সাইফুর রহমানের কাছে জানতে চান, সর্বশেষ কোটা বিরোধী আন্দোলনে যেসব ছাত্রলীগ নেতারা নেপথ্যে অথবা প্রকাশ্যে সমর্থন বা উসকানি দিয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কেন ব্যবস্থা নেয়া হবে না? এমন প্রশ্নের পরও ক্ষেপে যান এম সাইফুর রহমান সোহাগ।
কোটা সংস্কার আন্দোলন: ‘যেমন কুকুর তেমন মুগুর’
কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া তিন নেতার বিরুদ্ধে শিবির সম্পৃক্ততার বিষয়ে ওবায়দুল কাদের এক বাক্যে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। বলেছেন, ‘যেমন কুকুর তেমন মুগুর।’সোমবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ মন্তব্য করেন।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলন গড়ে তোলা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের তিন নেতা যুগ্ম সমন্বয়ক মোহাম্মদ রাশেদ খাঁন, নুরূল হক নূর ও ফারুক হাসাকে নিয়ে দৈনিক ইত্তেফাকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় যাদের শিবির সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে।এদের মধ্যে ফারুক এস এম হল শাখা ছাত্রলীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। প্রতিবেদনে বলা হয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ে এসে ভোল পাল্টালেও তাদের শিবির সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে একটি গোয়েন্দা সংস্থা।
একই দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলন করে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে কর্মসূচি ঘোষণা করেন তারা। বলেছেন, এটা একটা অপপ্রচার। আন্দোলন চলাকালে তাদের বিরুদ্ধে এসব অভিযোগ নিয়ে গোয়েন্দা সংস্থা খোঁজ খবর নিয়ে কিছুই পায়নি।পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ছাত্রদের দেখতে গিয়ে ফেরার পথে সময় সাদা পোষাকের কয়েকজন পুলিশ, কমিটির ওই তিন নেতাকে জোর করে একটি সাদা মাইক্রোতে তুলে নেয়। অবশ্য কিছুক্ষণ পর তাদের ছেড়েও দেয়া হয়।
কোটা আন্দোলনে নেতৃত্ব দেয়া তিন নেতার বিষয়ে প্রশ্নের জবাব দেয়ার আগে কাদের কথা বলেন বিএনপির আন্দোলন নিয়ে। তিনি বলেন, ‘বিএনপির সরকারবিরোধী আন্দোলনের রঙিন খোয়াব বাতাসে উবে গেছে। বিএনপি শুধু খোয়াব দেখবে, আন্দোলন হবে না।’‘বাংলাদেশের মানুষ এখন পুরোপুরি নির্বাচনের আমেজে (মুডে)। দুটি সিটি করপোরেশনে নির্বাচন হচ্ছে। মানে দুই বিভাগের ভোটাররা এর সঙ্গে জড়িয়ে গেছেন। এরপরে আরও পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন, সেমিফাইনাল চলছে (নির্বাচনের)-এখন আর আন্দোলনে কাজ হবে না।’
‘৭০টি আসন এবং ১০ থেকে ১৫টি মন্ত্রণালয় দিলে আওয়ামী লীগের সঙ্গে জোট করবে জাতীয় পার্টি’ দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের এমন বক্তব্যের বিষয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘কে কত আসন পাবে, সেটি বৈঠকে আলাপ-আলোচনা হবে। এসব বিষয় প্রকাশ্যে না বলাই ভালো।’‘জোটের শরিক বলে ইচ্ছা মতো আসন চাইবে, এটা হতে পারে না।
যেখানে যেখানে জাতীয় পার্টির প্রার্থীরা জয়ী হওয়ার মতো থাকবেন, সেখানে অবশ্যই মনোনয়ন পাবেন। এ ছাড়া আওয়ামী লীগসহ জোটের সবার ক্ষেত্রে জয়ী হওয়ার মতো প্রার্থী ছাড়া কাউকে মনোনয়ন দেওয়া হবে না।’‘তাহলে কি আবার জাতীয় পার্টির সঙ্গে জোট হচ্ছে?’ এমন প্রশ্নে তিনি বলেন, ‘জোট হবে কি না সেটি এই মুহূর্তে বলতে পারছি না। তবে জেতার মতো প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে। আর সরকার গঠনের সময় মন্ত্রী দেওয়া না দেওয়া নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত দেবেন।’
ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনের সময় বাস, অটোরিকশা এবং মোটরসাইকেল থামিয়ে চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন সড়ক মন্ত্রী। এ সময় বিকাশ পরিবহন নামের একটি বাসের যাত্রীরা মন্ত্রীর কাছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন। যাত্রীরা বলেন, বাসটি সরকার নির্ধারিত ৩২ টাকার ভাড়া নিচ্ছে ৫০ টাকা।এ সময় মন্ত্রী বাসটি আটকের জন্য বিআরটিএর লোকজনকে নির্দেশ দেন। যদিও যাত্রী থাকার কারণে বাসটি ছেড়ে দেওয়া হয়। বাসের নম্বরের সাহায্যে বিআরটিএ পরবর্তীতে বাস মালিকের সঙ্গে যোগাযোগ করবে বলেও ওবায়দুল কাদের জানান।
এর আগে সকাল সাড়ে সাতটা থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট-২ মো. মাজহারুল ইসলাম জানান, সকাল থেকে বিভিন্ন ধরনের ৪০টি গাড়িকে ৭২ হাজার টাকা জরিমানা করেছেন তারা। এর মধ্যে সিএনজিচালিত অটোরিকশা, বাস এবং মোটরসাইকেল আছে।
source: sompadok.com