আগামী নির্বাচনে আ’লীগের পাত্তাই থাকবে না : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে পারলে আওয়ামী লীগের কোন পাত্তাই থাকবে না।এরশাদ বলেন, জাতীয় পার্টি এবার কেন্দ্রে কেন্দ্রে দূর্গ গড়ে তুলবে। বিনা ভোটের নির্বাচন আর বাংলার মাটিতে হতে দেয়া হবে না।

আজ সোমবার দুপুরে নীলফামারী জলঢাকা উপজেলা ডাক বাংলা মাঠে যোগদান উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।এ সময় আরো বক্তব্য রাখেন দলের কো-চেয়ারম্যান জিএম কাদের মশিউর রহমান রাঙা ও রংপুর সিটি মেয়র।

নাম্বার ওয়ানের নির্দেশে গুম-খুন করা হচ্ছে: এরশাদ

দেশকে রক্ষা করতে হলে জাতীয় পার্টির (জাপা) সরকার গঠনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। তিনি বলেন, খুন, গুম, ধর্ষণ আর দুর্নীতিতে আচ্ছন্ন বাংলাদেশকে একমাত্র জাপাই রক্ষা করতে পারবে।

সোমবার দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলার ডাকবাংলো মাঠে উপজেলা জাপা আয়োজিত জনসভায় এসব কথা বলেন এরশাদ।উপরের নির্দেশে খুন ও গুম করা হচ্ছে দাবি করে তিনি বলেন, ‘নাম্বার ওয়ান থেকে নির্দেশ আসে খুন করার। আর মানুষ গুম করে খুন করা হচ্ছে। উদ্দেশ্যে আওয়ামী লীগ ছাড়া কেউ থাকবে না। তবে আমরা আছি, আমরা থাকব।’

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘কিছু দিন আগে শুনলাম ব্যাংকগুলোতে অনেক টাকা, নেওয়ার মত লোক নেই। আর এখন শুনছি ব্যাংকগুলো ফাঁকা। টাকাগুলো গেলো কই। টাকা নিয়ে গেছে আওয়ামী লীগের নেতারা। তারা বিদেশে পাচার করেছেন।’যুবকদের চাকরি নেই উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, চাকরি আছে আওয়ামী লীগের জন্য, অন্যদের জন্য নয়।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন ১০ টাকা কেজিতে চাল খাওয়াবেন, কিন্তু এখন ৫০ টাকায় চাল কিনতে হচ্ছে।আওয়ামী লীগের জনসমর্থন নেই দাবি করে এরশাদ বলেন, রংপুর বিভাগের ২২টি আসন আপনার উপহার দেন, আমি আপনাদের সরকার উপহার দেব, সংসদ উপহার দেব।

জাতীয় পার্টি জনপ্রিয় দল দাবি করে তিনি বলেন, আগামী নির্বাচনে যাতে সিল মারতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

মানুষ ভোট দিলে লাঙ্গল মার্কাই জনগণের সরকার বসাবে।উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ আবদুল কাদের চৌধুরী বুলুর সভাপতিত্বে জনসভায় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের, সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, নীলফামারী জেলা জাতীয় পার্টির সভাপতি শওকত চৌধুরী, সাধারণ সম্পাদক সাজ্জাদ পারভেজ ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশে জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের চিকিৎসক বাদশা আলমগীরের নেতৃত্বে শতাধিক ব্যক্তি এরশাদকে ফুলের তোড়া উপহার দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।

এনএ/এমএসআই