শেষ ওভারে প্রয়োজন ছিল ১১ রান। নিজের প্রথম তিন ওভারে ১৪ রান দেওয়া মুস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দিলেন রোহিত শর্মা। বাঁহাতি পেসারের প্রথম দুই বলেই চার ও ছক্কা হাঁকিয়ে স্কোর লেভেল করে ফেললেন জেসন রয়। কিন্তু মুস্তাফিজের পরের তিন বল ব্যাটেই লাগাতে পারলেন না ইংলিশ ব্যাটসম্যান। ১ বলে দরকার ১।
ম্যাচে তখন নখ কামড়ানো উত্তেজনা। আরেকটি ডট বল করতে পারবেন মুস্তাফিজ? ম্যাচ কি সুপার ওভারে যাবে? শেষ বলটা মুস্তাফিজ দিলেন অফ কাটার। কাভারে বল আকাশে তুললেন রয়। মুম্বাইয়ের প্রায় সব খেলোয়াড়ই এসেছিলেন ৩০ গজ বৃত্তের ভেতরে। বল পড়ল তাই ‘নো ম্যানস ল্যান্ডে’, ১ রান। আবারো শেষ বলে হার মুম্বাই ইন্ডিয়ান্সের।
শেষ ওভারে নায়ক হওয়ার সুযোগ ছিল মুস্তাফিজের সামনে। কিন্তু হয়ে গেল ভিলেন কারন বুমরাহ করা শেষ ওভারে ২ সহজ ক্যাচ মিস করে মুস্তাফিজ । ক্যাচ ধরতে পারলে ম্যাচের চেহারা পাল্টে যেত। আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স হারল নিজেদের প্রথম তিন ম্যাচেই।
মানে হারের হ্যাটট্রিক! আজ দিনের প্রথম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের কাছে ৭ উইকেটে হেরেছে রোহিতের দল। মুম্বাইয়ের করা ১৯৪ রান দিল্লি পেরিয়ে যায় শেষ বলে।