কলকাতাকে চেনালেন সাকিব কে!

আগের সাতটি আসর যে দলের হয়ে মাঠে নেমেছেন সাকিব আল হাসান, এবার সেই দলটির বিপক্ষেই মাঠে নামেছেন বাংলাদেশি অলরাউন্ডার। শনিবার আইপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইটরাইডার্সের মখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ইডেন গর্ডেনসে টস জিতে ম্যাচটিতে আগে ফিল্ডিং বেছে নিয়েছে সাকিবদের হায়দ্রাবাদ। আর ববোলিংয়ে নেমেই কলকাতাকে দেখিয়ে দিলেন সাকিব আল হাসান। এদিন বোলিং কারিশমা দেখিয়েছেন সাকিব। ৪ ওভার বল করে ২২ রান খরচ করে দুটি মূল্যবান উইকেট তুলে নিয়েছেন তিনি।

৪ ওভার বোলিং করে মাত্র ২২ রানে ২ উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। প্রথম ওভারে দিয়েছেন তিন রান এবং দ্বিতীয়বার দিয়েছেন চার রান। তবে নিজের তৃতীয় ওভারে একটু খরচে হলেও মূল্যবান একটু উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান। সুনীল নারিনকে ১০ রানে আউট করেন তিনি। এবং চতুর্থ ওভারে লিনকে ৪৯ রানে আউট করেন সাকিব।

প্রথম দুই ম্যাচের মতো যথারীতি হায়দ্রাবাদ একাদশে রয়েছেন সাকিব আল হাসান। এবারের আসরে প্রথম ম্যাচ খেলেন তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরুর বিপক্ষে। ২৩ রান খরচায় ২ উইকেট নেন তিনি। এরপর দ্বিতীয় ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে ৩৪ রানে ১ উইকেট ও ব্যাট হাতে করেন ১২ রান। দুটি ম্যাচেই জয় পায় সাকিবদের দল।

কলকাতা নাইট রাইডার্স : রবিন উথাপ্পা, ক্রিস লিন, নিশিত রানা, সুনিল নারিন, দিনেশ কার্তিক, শুভমান গিল, আন্দ্রে রাসেল, মিচেল জনসন, শিভম মাভি, পিযুস চাওলা, কুলদ্বিপ যাদব।

সানরাইজার্স হায়দ্রাবাদ : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা, শিখর ধাওয়ান, মনিশ পান্ডে, সাকিব আল হাসান, দিপক হুডা, ইউসুফ পাঠান, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, সিদ্ধার্থ কাউল, বিলি স্ট্যানলেক।