তারেক জিয়ার জীবন এবং বিতর্কের সঙ্গে যেন ‘মামুন’ নামটা জড়িয়ে আছে। তারেক জিয়ার রাজনৈতিক জীবনকে অর্থ এবং সন্ত্রাসের কলুষিত করার ক্ষেত্রেও সবথেকে বড় ভূমিকা তাঁর বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের। বিএনপির নেতারা খোলাখুলি ভাবেই স্বীকার করেন, তারেক জিয়ার এই পরিণতির জন্য সবচেয়ে বেশি দায়ী গিয়াস উদ্দিন আল মামুন। আর এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মামুন আহমেদ তারেককে আরেক বিতর্কে নিয়ে গেল। ‘মামুন’ তারেক জিয়ার জীবনে এক বিতর্কিত নাম বলছে অনেকে।
স্মৃতিচারণ করে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, তারেক জিয়া প্রথম থেকেই মামুনের দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত। রাজনীতি যে একটা ভালো ব্যবসা এটা মামুনই তারকেকে শিখিয়েছেন। ঐ নেতা মনে করেন শুধু তারেক নয়, বিএনপির এই পরিণতির জন্য শুধু মামুন দায়ী। ঐ নেতা বলেন , খাজা এমাজুদ্দিন স্যার, আজমেরী আপা, মাহবুব উল্লাহ্র মত শিক্ষক থাকতে তারেক মামুনের সাথে কথা বললো কেন? তারেকের রুচি নিম্নমুখী। ঐ নেতা বলেন, ‘তারেকের মামুন প্রীতি রয়েছে। আর মামুনরা তারেককে ডুবিয়েছে।‘
বাংলা ইনসাইডার