বিএনপিকে নিয়ে আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে: বার্নিকাট

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। এমন নির্বাচনের জন্য যথাযথ পরিবেশ নিশ্চিত করতে এখনই উদ্যোগ নেয়ার ওপর জোর দিয়েছেন তিনি।মার্কিন দূত এ-ও বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তার দেশ সব ধরণের সহায়তা দিতে প্রস্তুত।পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক শেষে রোববার বিকেলে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে মার্কিন দূত স্পষ্ট করেই বলেন, বাংলাদেশে অতীতে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। এখানকার মানুষ জানে, এমন নির্বাচন আয়োজনে কি করতে হবে। এখানে বিদেশী মধ্যস্ততার কোন প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

তার কাছে প্রশ্ন ছিল, বিদ্যমান পরিস্থিতিতে গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন কি সম্ভব? জবাবে তিনি বলেন, হ্যা, অবশ্যই, নিশ্চিতভাবেই এটি হতে হবে।সূত্র: মানবজমিন

ভারতের সাথে বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

 

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ বলেছেন, ভারত যদি সীমান্তে ভারী অস্ত্রের ব্যবহার ও যুদ্ধবিরতি অব্যাহত রাখে তাহলে দুই প্রতিবেশীর মধ্যে তা বড় ধরনের যুদ্ধের পথ খুলে দিতে পারে।

রাজধানী ইসলামাবাদে সোমবার এক সংবাদ সম্মেলনে খাজা আসিফ এ মন্তব্য করেছেন। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে কাশ্মির সংকট সমাধানের জন্য ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ শরীফ) সমস্ত কূটনৈতিক উপায় কাজে লাগবে।

তবে যুদ্ধ চাপিয়ে দেয়া হলে পাকিস্তানি সেনারা তা মোকাবেলার জন্য সম্পূর্ণভাবে সক্ষম।ভারতীয় সেনাদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে কাশ্মিরে প্রতিবাদ: রোববার ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২০ কাশ্মিরি নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন খাজা আসিফ। তিনি বলেন, গত দুদিনে কাশ্মিরে নজিরবিহীন সহিংসতা হয়েছে। গত দু বছরে কাশ্মিরে স্বাধীনতার দাবিতে ৫২০ জন নিহত ও নয় হাজারের বেশি আহত হয়েছে বলেও জানান তিনি।

পাক পররাষ্ট্রমন্ত্রী গতকালের সংবাদ সম্মেলনে বলেন, ‘ভারতীয় সন্ত্রাসবাদের’ নিন্দা জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটি প্রস্তাব পাস করা হয়েছে। এছাড়া, জাতিসংঘসহ সব আন্তর্জাতিক সব ফোরামে পাকিস্তান সরকার কাশ্মির ইস্যুটি তুলে ধরছে। বিষয়টি নিয়ে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র মহাসচিবের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন, শুধু কাশ্মিরে নয় বরং মিয়ানমার ও ফিলিস্তিনেও মুসলমানদের রক্ত ঝরছে। এ অবস্থায় মুসলিম দেশগুলো কাশ্মির ইস্যুতে পাকিস্তানের সঙ্গে থাকবে বলে আশা করেন খাজা আসিফ।

ইনসাফ টোয়েন্টিফোর ডটকম