প্রেম নয় ইসলামের টানেই উসমান খাজা কে বিয়ে করছি

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম মুসলিম তারকা খেলোয়রা উসমান খাজা। উসমান খাজা জাতীয় ক্রিকেট দলের প্রথম মুসলিম সদস্যও সাথে তিনি বাঁহাতি ব্যাটসম্যান । ৩১ বছর বয়সী পাকিস্তানি বংশোদ্ভূত এ ক্রিকেটার আজ বসছেন বিয়ের পিঁড়িতে। পাত্রী ২২ বছর বয়সী র‌্যাচেল ম্যাকলেলান এর সঙ্গে ।যদিও গত বছর ক্যাথলিক এই তরুণীর সঙ্গে মুসলিম শরিয়াহ অনুযায়ী গত বছরই ‘নিকাহ’ সম্পন্ন করেছিলেন এই তারকা ক্রিকেটার। উসমানের সঙ্গে সম্পর্ক হওয়ার পর ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন এই তরুণী। হয়েছেন একজম মুসলিম নারী।

এই নারী র‌্যাচেল বলেন, যদিও আমি ক্যাথলিক পরিবারে জন্ম নিয়েছি। উসমানের সঙ্গে পরিচয় হওয়ার আগে ইসলাম সম্পর্কে তাঁর ভুল ধারণা ছিল। কিন্তু উসমানের সঙ্গে পরিচয় হওয়ার পর তাঁর এ ধারণা বদলে যেতে থাকে। এবং একসময় সিদ্ধান্ত নেন ইসলাম ধর্ম গ্রহণের। গত বছর তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

তবে তিনি এও জানান ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে উসমান বা তাঁর পরিবারের দিক থেকে কোনো চাপ ছিল না বলে জানিয়েছেন র‌্যাচেল। তাঁর কথায়, ‘উসমান কিংবা তাঁর পরিবারের দিক থেকে ইসলাম গ্রহণের জন্য কোনো চাপ ছিল না। আমি শুধু জানতাম, এটা (ইসলাম) তাঁর জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

এই ব্যাপারে উসমান খাজা বলেন, ‘আমি তাঁকে কখনো চাপ দিইনি মুসলিম হতে। আমি শুধু তাঁকে বলেছিলাম, সে যদি মুসলিম হয়, তবে আমার পূর্ণ সমর্থন থাকবে। তবে চাপ দিয়ে নয়। যদি মন থেকে কোনো কাজের জন্য সায় না আসে, তবে সে কাজ করার যৌক্তিকতা নেই।’