অবশেষে ৫০০ এর মাইলফলক পূরণ করলেন সাকিব আল হাসান

আইপিএলের এবারের আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে খেলছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার মুস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নেমে দারুণ এক রেকর্ড করেছেন তিনি।

আর তা হচ্ছে আইপিএল ক্যারিয়ারে ৫০০ রানের মাইলফলকে পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়। এই ম্যাচ খেলতে নামার আগে ৪৯৮ রান ছিল তার। ম্যাচটিতে করেছেন ১২ রান।

আর তাতে সাকিবের মত রান ৪৫ ম্যাচে ১২৯.৩৩ স্ট্রাইক রেট এবং ২১.২৫ গড়ে ৫১০ রান। ফিফটি আছে দুইটি। একইসাথে আরেকটি মাইলফলক হাতছানি দিচ্ছে সাকিবকে।

যে কোনও ঘরানার টি-টুয়েন্টি ক্রিকেটে আর মাত্র ৮ রান করতে পারলেই টি টুয়েন্টি ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে চার হাজার রানের ক্লাবে পা রাখবেন সাকিব। বর্তমানে এই ফরম্যাটে সাকিবের সংগ্রহ ৩৯৯২ রান।

অবশ্য আইপিএলের পুরো মৌসুম পড়ে আছে সাকিবের এই মাইলফলকে পৌঁছানোর জন্য। সুতরাং বলা যায় এবারের আইপিএলেই চার হাজারি ক্লাবে পা রাখতে যাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

স্কোর কার্ড

মুম্বাই ইন্ডিয়ান্সঃ ১৪৮/৮
ওভারঃ ২০
টার্গেটঃ ১৪৮

সানরাইজ হায়দ্রাবাদঃ ১৪৮/৯
ওভারঃ ২০

দীপক হোদাঃ ৩২ রান
বিলি স্ট্যানলেকঃ ২ রান

সাকিব আল হাসান ১২ বলে ১২ রান করে আউট হন।

মুস্তাফিজ তার ১ম ওভারে ১০ রাং দিয়ে ১ উইকেট নিয়েছে। প্রথমে আম্পায়ার আউট না দিলে মুম্বাই ইন্ডিয়ান্স রিভিউ নিয়ে উইকেট হাসিল করে নেয়।

মুস্তাফিজ তার ২য় ওভারে খুব বেশী সুবিধা করতে পারেনি। ২য় ওভারে ১০ রান দেন। কিন্তু ৩য় ওভারে এসে দলের হাল ধরেন মুস্তাফিজ। সানরাইজের যখন ৩০ বলে ২৭ রান প্রয়োজন তখন মুস্তাফিজ বোলিংয়ে এসে মাত্র ৩ রান দেন।

মুস্তাফিজ তার শেষ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট নিয়েছে। তখন সানরাইজের ১২ বলে ১২ রান দরকার ছিলো। মুস্তাফিজের ওভার শেষে সানরাইজের ৬ বলে ১১ রান দরকার ছিল।

শেষ ওভারে বেন কাটিং ১১ রান দিয়ে ম্যাচ হারিয়ে দেয়। সানারাইজ ১ উইকেটে জয়লাভ করেছে।