গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী নগর জামায়াতের আমির অধ্যক্ষ এস এম সানাউল্লাহ বলেছেন, একটি আধুনিক ও নিরাপদ গাজীপুর গড়ার চ্যালেঞ্জ নিয়েই আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নিচ্ছি। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে পারলে উন্নয়ন তরান্বিত হবে। নির্বাচিত হলে সমস্যা জর্জরিত গাজীপুর সিটিতে নাগরিক সুবিধা নিশ্চিত করতে নিষ্ঠা ও সততার সাথে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
আজ বৃহস্পতিবার বিকেলে মেয়র পদে মনোনয়নপত্র জমা প্রদান করে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বেরিয়ে আসার পর মিডিয়াকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বেলা সাড়ে তিনটায় তিনি তার মনোনয়নপত্র জমা প্রদান করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ২০ দলীয় জোটে আছি এবং ২০ দলের প্রার্থী হিসেবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো বলে প্রত্যাশা করছি। গাজীপুরের সার্বিক বাস্তবতায় আমাদের পক্ষে জনগণের ব্যাপক সমর্থন রয়েছে। সুতরাং ২০ দলের সমর্থন পাবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
অধ্যক্ষ এস এম সানাউল্লাহ অবিলম্বে সেনা মোতায়েনের দাবি জানানোর পাশাপাশি বিতর্কিত ইভিএম বন্ধের দাবি জানিয়ে বলেন, নতুবা নির্বাচন সুষ্ঠু হবে না। তিনি সিইসির সমালোচনা করে বলেন, সিটি নির্বাচনের জন্য সেনা মোতায়েনে তার অনীহা দুর্ভাগ্যজনক। তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের ভোট ছিনতাই করা হলে গাজীপুর থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হয়ে যাবে।
মনোনয়নপত্র জমা প্রদানের সময় তার সাথে ছিলেন মহানগর উন্নয়ন পরিষদের নির্বাচনী পরিচালক ও নগর জামায়াতের সেক্রেটারি খায়রুল হাসান, প্রার্থীর নির্বাচনী এজেন্ট আফজাল হোসাইন, জেলা জামায়াত নেতা মোহাম্মদ আলী, কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান হারুনুর রশীদ, নগর জামায়াত নেতা হাফেজ ইবরাহীমসহ শত শত উৎসবমুখর জনতা।
জামায়াতের থানা আমীরগণের মাঝে উপস্থিত ছিলেন, আবু সিনা মামুন, ছাদেকুজ্জামান খান, আশরাফ আলী কাজল, ইখলাসউদ্দিন, ফরহাদ মোল্লা ও নুরুল ইসলাম। এছাড়া আইনজীবী, ব্যবসায়ী, শিক্ষক, শ্রমিক ও ছাত্রসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র জমার পর তাৎক্ষণিক এক পথসভায় নগর জামায়াতের সেক্রেটারি খায়রুল হাসান বলেন, শিক্ষা, মেধা, শারীরিক সক্ষমতা সব দিক থেকেই অধ্যক্ষ এস এম সানাউল্লাহ মেয়র প্রার্থীদের মধ্যে সেরা। তিনিই ২০ দলের জন্য যথাযোগ্য প্রার্থী। গাজীপুরবাসী তাকে উ নিয়ে অধ্যক্ষ সানাউল্লাহ জয়দেবপুর চৌরাস্তা এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।