সরকার বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করে দিতে চায়: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান শাসকগোষ্ঠী দেশ থেকে বিএনপিসহ বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করে দিতে চায়। এ জন্য তারা বেপরোয়া গতিতে নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে যাচ্ছে। আর এরই ধারাবাহিকতায় চট্টগ্রামে ৫৩ নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি এমএ আজিজসহ দলের ৫৩ নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এ সরকার ক্ষমতায় এসেছে। একইভাবে আবারও তারা ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টা অব্যাহত রেখেছে। সরকার বুঝতে পারছে, এবার ক্ষমতাচ্যুত হলে আগামীতে আর রাষ্ট্রক্ষমতায় আসার সুযোগ নেই। এ জন্য বেপরোয়া আচরণের মাধ্যমে তারা জনগণকে ভয়ভীতি প্রদর্শন এবং বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর ক্রমাগত জুলুম-নির্যাতন চালিয়ে যাচ্ছে। এসবেরই ধারাবাহিকতায় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।

অপর এক বিবৃতিতে সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসানসহ জেলার নেতাদের গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এসব নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলাকে রাজনৈতিক প্রতিহিংসামূলক, ভুয়া ও কাল্পনিক উল্লেখ করে মামলা প্রত্যাহার এবং নেতাকর্মীদের মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব। সংবাদ উৎস- সমকাল

স্বাস্থ্য তথ্য- জেনে নিন গলার ক্যান্সারের লক্ষণগুলো

মানবদেহের বিভিন্ন রকমের ক্যান্সারের কথা শুনে থাকি। বর্তমানে আমাদের দেশেও গলার ক্যান্সারের মতো রোগ বহু মানুষের মধ্যে দেখা যায়। এসব জটিল রোগে বিশেষ করে আক্রান্ত হন পুরুষরা।

গলার ক্যান্সারের ফলে রয়েছে প্রাণ সংশয়ে। তবে, প্রথম পর্যায়ে ক্যান্সার ধরা পড়লে, চিকিৎসা তাড়াতাড়ি শুরু হলে সেরে ওঠার সম্ভাবনাও থাকে। এজন্য জানা থাকা দরকার গলার ক্যান্সারের লক্ষণগুলো। আসুন আজ তাহলে আমরা জেনে নেই ক্যান্সারের লক্ষণগুলো সম্পর্কে;> যদি আপনার এক সপ্তাহেরও বেশি সময় ধরে কাশি হয়, তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যান। গলার ক্যান্সারের প্রথম লক্ষণ হতে পারে কাশি।

আগে ছিল না অথচ ইদানিং গলায় কোনো একটা জায়গা ফুলে পিণ্ড হয়ে আছে। এক্ষেত্রে চিন্তিত হতে পারেন। গলার ক্যান্সার থেকে মেটাস্ট্যাসিসের মাধ্যমে ঘাড়ে বা গলার বাইরের দিকে, বিশেষ করে চিবুকের ঠিক নিচে এমন পিণ্ড দেখা দিতে পারে।গলার ক্যান্সারে আক্রান্ত হলে গলায় ব্যথা এবং খাবার গিলতে সমস্যা হতে পারে। এমন কোনো লক্ষণ যদি দেখেন, তাহলে অবহেলা করবেন না। কখনো কখনো অনেক কারণেই মুখে ঘা হয়। কিন্তু, সেই ঘা যদি ১৫ থেকে ২০ দিনেও না সারে, তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন।


> বয়ঃসন্ধির কারণে ছেলেদের গলার স্বর বদলে যায়। কিংবা ঠান্ডা লাগার কারণেও আমাদের গলা কখনো কখনো ভেঙে যায়। এটা স্বাভাবিক। কিন্তু, অসময়ে গলা ভেঙে গেল এবং তা অনেক দিন ধরে না সারলে চিন্তার কারণ হতে পারে।

> কাশি বা কফের সঙ্গে রক্ত কখনোই ভালো লক্ষণ নয়। নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস বা যক্ষ্মার ক্ষেত্রেও এটা দেখা দিতে পারে। সাধারণত এই রক্ত তাজা লাল হয় এবং এতে বাতাস ও মিউকাসের কারণে বুদবুদ মিশে থাকে।

ঢোক গিলতে গিয়ে মনে হচ্ছে, গলায় কিছু একটা আটকে আছে। হয়তো গলায় ক্যান্সারের কারণে টিউমার আছে, যাতে এই অনুভূতি হচ্ছে আপনার। গলার ক্যান্সারের খুব সাধারণ একটি উপসর্গ এটি। এছাড়া কানে ব্যথা, ওজন কমে যাওয়া, কথা অস্পষ্ট, চোয়াল, নাক দিয়ে রক্তপাত ও ঘাড়ে ব্যথার মত উপসর্গগুলো দেখা দিলেও হতে পারে গলার ক্যান্সার।
amardesh247