খালেদা জিয়ার মুক্তির জন্য ‘খতমে ইউনুস’ পড়ুন: আল্লামা শফী

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপার্সনের মুক্তির জন্য কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে ‘খতমে ইউনুস’ এর মাধ্যমে আল্লাহর কাছে সবাইকে প্রার্থনা করতে আহ্বান করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।

খালেদা জিয়াকে দেওয়া আদালতের জামিন ৮ মে পর্যন্ত স্থগিত করার পর হাটহাজারীর দায়িত্বশীলরা বিষয়টি আল্লামা অাহমদ শফীর নজরে আনলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আল্লাহ তার যেসব বান্দাকে বেশি ভালোবাসেন তাদেরকে পরীক্ষা করার জন্য বিভিন্ন মুসিবত দিয়ে থাকেন। এতে হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা করে প্রতিকূল অবস্থা কাটিয়ে উঠতে পারলেই তারা আল্লাহর আরও প্রিয়পাত্র হয়ে ওঠেন। তাই হতাশ না হয়ে সকলকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। তিনি সবকিছুর মালিক।’

খতমে ইউনুস প্রসঙ্গে আল্লামা শফী বলেন, ‘হযরত ইউনুস (আ.) আল্লাহর নবী হয়েও সামান্য ভুল করায় আল্লাহর পরীক্ষায় বিপদে পড়েছিলেন। তিনি গভীর সমুদ্রের মাঝে এমনকি মাছের পেটে চলে গিয়েছিলেন। তবে সেখানেও আল্লাহর ওই নবী আল্লাহকে ভুলেননি। তওবা করার সঙ্গে সঙ্গে তিনি বিপদ থেকে আল্লাহর রহমতে মুক্তি লাভ করেন। এজন্য যাবতীয় বিপদ-আপদ থেকে বাঁচতে আমাদের সকলের উচিৎ নামাজের সিজদায় গিয়ে ৪০ বার করে এই দোয়া পড়া। খালেদা জিয়া সহ সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করা। আল্লাহ নিশ্চয়ই কারো না কারো দোয়া কবুল করবেন। আর আল্লাহর কাছে একজনের দোয়া কবুল হলেই যথেষ্ট।’

খতমে ইউনুসের দোয়াটি হলো- ‘لا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنْ الظَّالِمِين লা ইলাহা ইল্লা আন্‌তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায্‌যলেমীন’।

সিজদায় গিয়ে ৪০ বার এই দোয়া পড়া ছাড়াও খতমে ইউনুস পড়ার আরও কয়েকটি নিয়ম আছে। তা হলো- প্রথমে দরুদ শরীফ ১১ বার, তারপর দোয়ায়ে ইউনুস ‘লা ইলাহা ইল্লা আন্‌তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায্‌যলেমীন’ ৭০ হাজার বার, অথবা ১ লাখ ২৫ হাজার বার পড়তে হবে। তারপর আবার ১১ বার দরুদ শরীফ পড়বে। এটি বুজুর্গদের পরীক্ষিত আমল।

তবে এ ব্যাপারে কুরআন হাদীস ও ফিক্বহের নির্ভরযোগ্য কিতাবাদিতে কোনো বর্ণনা পাওয়া যায় না। কিন্তু উক্ত দেয়াটি যদি কোনো মুসলমান কোনো উদ্দেশ্য হাসিলের জন্যে পাঠ করে, তাহলে মহান আল্লাহ তাআলা তা কবুল করেন। (বুখারী শরীফ- ২/৮৫৪, আপকে মাসায়েল- ৬/২৪,মিশকাত- ২৫৮, ফাযায়েলে আমাল- ৯৯, তাফসীরে মাযহারী- ৬/২৩৪)।

খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে দুদক ও রাষ্ট্রপক্ষের করা পৃথক লিভ টু আপিল গ্রহণ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ ৮ মে পর্যন্ত তার জামিন স্থগিত করেন।

আদালত আগামি দুই সপ্তাহের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলেন। এবং এর পরের দুই সপ্তাহের মধ্যে আসামিপক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দেয়ার নির্দেশ দিয়ে আদালত আগামি ৮ মে আপিল শুনানির দিন ধার্য করেছেন।