বাংলাদেশ বিশ্বকাপ জিতবে, তবে….

গত কয়েক বছর যাবত ক্রিকেট দুনিয়ার সবচেয়ে অলোচিত নাম বাংলাদেশ। ক্রিকেটের বড় বড় মঞ্চে পরাশক্তিদের তাক লাগিয়ে বিশ্ব আসরে নিজেদের দাপট জানান দিচ্ছেন টাইগাররা। ভারতের সৌরভ গাঙ্গুলি ২০১২ সালে এশিয়া কাপে বাংলাদেশ যখন ফাইনাল খেলছিলো তখন বলেছিলেন ‘এই দলটা একদিন বিশ্বকাপ জিততে পারে।’

এরপর বহু জনই বলেছেন ‘বাংলাদেশ বিশ্বকাপ জিতলে অবাক হওয়ার কিছুই থাকবে না ‘ তবে সম্প্রতি বাংলাদেশ শক্তিমত্তায় নতুন মাত্রা যোগ করলেন শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। রানাতুঙ্গা বলেন,‘ বাংলাদেশের এই দলটির সবই আছে।

ভালো পেস বোলার আছে। একজন ভালো বাঁ হাতি পেসার আছে (মোস্তাফিজ)। ব্যাটিংয়ে তামিম, মুশফিক, রিয়াদ এবং সাকিবের মতো একজন অলরাউন্ডার আছে। অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রনে ভারসাম্যপূর্ণ একটা দল বাংলাদেশ।

তবে একটা জায়গায় সমস্যা দেখছেন রানাতুঙ্গা।তিনি মনে করেন বাংলাদেশ দলে একজন ভালো ম্যাচ উইনার নেই যিনি ম্যাচ ফিনিশ করে আসতে পারবেন।


সময়টা ১৯৯৬ সাল বিশ্ব ক্রিকেটে শোনা গেল শ্রীলঙ্কার সিংহদের গর্জন। লাহোরের গাদাপ্পি স্টেডিয়ামে দুর্দমনীয় অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। সেমিফাইনাল ও ফাইনালে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে দলকে জেতান লঙ্কার ‘দ্যা ম্যাড ম্যাক্স’ খ্যাত অরবিন্দ ডি সিলভা। ফাইনালে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে ম্যাচ জেতানো একমাত্র ক্রিকেটার অরবিন্দ ডি সিলভা।

রানাতুঙ্গা মনে করেন বাংলাদেশের একজন অরবিন্দ ডি সিলভা প্রয়োজন। যে জেতাতে জানে। কে হবেন বাংলার ‘অরবিন্দ ডি সিলভা’? সাকিব, তামিম, মুশফিক নাকি রিয়াদ!উত্তরের জন্য অপেক্ষা ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। আপাতত টিম টাইগারদের জন্য শুভকামনা।