এ যেন অন্য আলিয়া ভাট!

‘রাজি’ ছবিতে আলিয়া ভাটকে দেখা যাবে ভারতীয় গুপ্তচরের চরিত্রে।
হরিন্দ্র শিক্কার উপন্যাস ‘কলিং সেহমাত’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি।
ছবিটি মুক্তি পাবে আগামী ১১ মে।

বলিউড তারকা আলিয়া ভাটকে দর্শক সাধারণত আহ্লাদী মেয়ের চরিত্রে দেখে অভ্যস্ত। বাবা-মায়ের আদুরে মেয়ে থেকে কখনো আবার তিনি কাজ করেছেন দায়িত্বশীল মেয়ের ভূমিকায়। চলচ্চিত্রে তাঁকে বিহারি এক উদ্বাস্তু নারীর চরিত্রেও দেখেছেন দর্শক। কিন্তু এবার আলিয়া ভাট পর্দায় হাজির হচ্ছেন ভিন্ন এক চরিত্রে।

কাশ্মীরের এক গুপ্তচর হয়ে ‘রাজি’ ছবিতে উপস্থিত হয়েছেন তিনি। আজ মঙ্গলবার মেঘনা গুলজার পরিচালিত এই ছবির ট্রেলার প্রকাশ হয়েছে। প্রথম ঝলকেই আলিয়া মাতিয়ে দিয়েছেন। সাধারণ এক মেয়ের অসাধারণ পরিস্থিতি মোকাবিলা করার গল্প দেখা যাবে এই ছবিতে।

‘রাজি’ ছবির দৃশ্যে আলিয়া ভাট
‘রাজি’ ছবির দৃশ্যে আলিয়া ভাট
এত দিন যিনি বেশির ভাগ ছবিতে মা-বাবার আদরের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন, এখানে তাঁর চরিত্র সম্পূর্ণ উল্টো। ‘রাজি’তে দেশের স্বার্থে মেয়েকে বলি দেওয়ার সিদ্ধান্ত নেন আলিয়ার বাবা। এখানে আলিয়া ভাটের বাবার চরিত্রে দেখা যাবে রজিত কাপুরকে। গুপ্তচরবৃত্তির জন্য মেয়েকে তিনি পাকিস্তানের এক সেনা কর্মকর্তার সঙ্গে বিয়ে দেন।

ভিকি কুশলের সঙ্গে সংসার করে পাকিস্তান থেকে প্রয়োজনীয় নানা তথ্য ভারতে পাচার করেন আলিয়া। ছবিটি ১৯৭১ সালের পটভূমিকে ঘিরে। হরিন্দ্র শিক্কার উপন্যাস ‘কলিং সেহমাত’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। সত্য ঘটনা অবলম্বনে এই উপন্যাস লিখেছেন তিনি।
ছবিতে আলিয়া ভাট ভারতীয় গুপ্তচর
ছবিতে আলিয়া ভাট ভারতীয় গুপ্তচর

‘রাজি’ ছবির শুটিং হয়েছে পাঞ্জাব, জম্মু, কাশ্মীর আর মুম্বাইয়ে। আগামী ১১ মে মুক্তি পাবে এই ছবি। আলিয়া এর আগে সত্যি ঘটনার ওপর নির্মিত কোনো ছবিতে অভিনয় করেননি। তাই তাঁর জন্য এটি ছিল মোটামুটি একটি চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জে ২৫ বছর বয়সী এই নায়িকা ভালোভাবেই উতরে গেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস।

রণবীর ও দীপিকার বিয়ের সময় নেই

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

কদিন আগেই বলিউডের তারকা জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল। ঘনিষ্ঠ বন্ধুর বরাত দিয়ে কেউ একজন ভারতীয় গণমাধ্যমে ছড়িয়েছিল যে এ বছরের শেষ নাগাদ বলিউডের ‘রাম-লীলা’র বিয়ের সানাই বাজবে। কিন্তু সে সানাইয়ের সুর ছড়িয়ে পড়ার আগেই তা থামিয়ে দিলেন রণবীর সিং। হবু বর বললেন, এ বছর বিয়ে করার সময় নেই।

ইদানীং দীপিকা পাড়ুকোন কিংবা রণবীর সিং যে অনুষ্ঠানে যান না কেন, সেখানেই তাঁদের প্রশ্ন করা হয় বিয়ে নিয়ে। তাঁদের সমসাময়িক অভিনেত্রী আনুশকা শর্মার বিয়ের পর তো এই প্রশ্নবাণ আরও তীক্ষ্ণ হয়েছে। কিন্তু রণবীর ও দীপিকা নিজেদের সিদ্ধান্তে অনড়। বিয়ে নিয়ে কেউ কোনো রা করেননি এত দিন। তবে এবার বাড়াবাড়িই হয়ে গেছে। ভারতের কিছু জাতীয় দৈনিক ও বহুল প্রচারিত নিউজ পোর্টাল তাদের খবরে বলেছিল, এ জুটির বিয়ে হচ্ছে এ বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যখানের কোনো সময়ে। তাই এবার আর চুপ থাকতে পারলেন না রণবীর সিং।

স্পাইস রুট সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিলেন, এ বছর বিয়ের পিঁড়িতে বসার সময় হবে না তাঁর। এমনকি নিজে উদ্যোগী হয়ে দীপিকার পক্ষ থেকেও বলে দিলেন বিয়ে না করার কারণ। রণবীর বলেন, ‘এটা খুবই প্রচলিত গুজব। অফিশিয়ালি কিছুই হচ্ছে না এ বছর। আমি সামনের কোনো নির্দিষ্ট দিনক্ষণ বলতে পারব না। তবে এখন আমরা খুব ব্যস্ত। তার ওপর সে-ও (দীপিকা) তাঁর পিঠের সমস্যা সারাতে অনেক পরিশ্রম করছেন। আমাদের দুজনেরই হাত-পা একদম বাঁধা এবং বিক্ষিপ্ত অবস্থায় আছি। তাই সামনে যদি কোনো কিছু ঘোষণা করার থাকে, আমি নিজে ছাদে উঠে চিৎকার করে সুখবর সবাইকে দেব।’ বলিউড হাঙ্গামা