আন্দোলনকারীদের অন্য মতলব আছে: এইচ টি ইমাম

শীর্ষনিউজ, ঢাকা : সরকারের সঙ্গে সমঝোতা বৈঠকে আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়ার পরও যারা চাকরির কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে, তাদের ‘মতলব’ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

মঙ্গলবার বিকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে প্রচার উপ কমিটির সভা শেষে তিনি বলেন, আন্দোলনকারীদের প্রতি সরকারের কোনো বিরূপ মনোভাব নেই। ভারতে কোটার পরিমাণ ৫১ শতাংশ। বাংলাদেশেও তা পরিবর্তন করা যায়, কিন্তু সেজন্য আলোচনা করতে হবে।

“এ জন্যই সরকার শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতায় বসেছে। সরকার সুন্দরভাবে সমাধান করছে বলেই আন্দোলনকারীরা আন্দোলন থেকে সরে এসেছে।”তারপরও শিক্ষার্থীদের একটি অংশের আন্দোলন চালিয়ে যাওয়ার সমালোচনা করে এইচ টি ইমাম বলেন, “এর পরেও যারা আন্দোলন করছে, বুঝতে হবে তাদের অন্য কোনো মতলব আছে।”

শীর্ষনিউজ/এসএসআই

ভিসি ভবনে হামলাকারীদের বিচার দাবি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

শীর্ষ নিউজ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বাসভবনে হামলাকারীদের বিচার চেয়েছেন কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসান আল মামুন।
তিনি এসময় হামলাকারীদের বহিরাগত দাবি করে এ বিচার চান। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।


এসময় আন্দোলনকারীদের পক্ষে হাসান আল মামুন বলেন, ঢাবির বিভিন্ন হলে শিক্ষার্থীদের ওপর আন্দোলনে না আসার জন্য যে হামলা চালানো হয়েছে তার তীব্র নিন্দা এবং জড়িতদের বহিষ্কারের দাবি জানাচ্ছি। সুফিয়া কামাল হলের ছাত্রলীগ সভাপতিকে ঢাবি থেকে আজীবন বহিষ্কারের যে দাবি জানানো হয়েছে তা ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর করতে হবে। আর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আহ্বায়কদের আন্দোলন না করতে যে বাধা সৃষ্টি করা হচ্ছে তাদের এই কাজে আমরা তীব্র নিন্দা এবং বিচারের দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেছেন, আমরা আন্দোলন চালিয়ে যাব এবং সরকারকে ৭ দিনের সময় দিচ্ছি আমাদের দাবি মানার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত শতাংশ কোটা সংস্কার করবে তা না বলা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। ভিসি ভবনের হামলাকারীরা বাইরের লোকজন, তারা আমাদের কেউ না। আমরা তাদের বিচার চাই।
শীর্ষ নিউজ/জে