সম​য়ের ব্যবধানে সেই শাহবাগই আজ মতিয়া চৌধুরীর ফাঁসির দাবিতে উত্তাল !

সময়ের বিচার। যে শাহবাগে দাঁড়িয়ে একদিন মতিয়া চৌধুরী বলছিল রাজাকারের ফাসি চাই। সেই শাহবাগে দাঁড়িয়ে আজ রাজাকারের বাচ্চারা বলছে মতিয়ার ফাসি চাই।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের নিয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর দেওয়া বক্তব্য ক্ষমা চেয়ে প্রত্যাহার না করলে আবারও অবরোধ করে দেশ অচল করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। একই সঙ্গে আগামী ৭ মের মধ্যে দাবি মেনে না নিলে ফের অবরোধ কর্মসূচির ঘোষণা দেন তারা।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়। কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে গতকাল সোমবার জাতীয় সংসদ অধিবেশনে ক্ষোভ প্রকাশ করে মতিয়া চৌধুরী বলেন, ‘লজ্জা করে না? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আমি মনে করি, সত্যিকারের যারা জ্ঞানের চর্চা করছে, সবার জন্য এটা একটা কলঙ্কজনক অধ্যায়। যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল, মুক্তিযুদ্ধ করেছিল, তাদের ছেলেমেয়ে বা বংশ, সেই আরেকটি সিঁড়ি, তারা সুযোগ পাবে না। ওই রাজাকারের বাচ্চারা সুযোগ পাবে। তাদের জন্য মুক্তিযোদ্ধা কোটা সংকুচিত করতে হবে।’

banglamail71

আন্দোলনরত তরুণদের রাজাকারের বাচ্চা বলায় মতিয়া চৌধুরীর বক্তব্যের মোক্ষম জবাব দিলেন ইমরান

সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রাতে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর একটি বক্তব্য ভাইরাল হতে দেখা যায়।তিনি বলেন, ‘মূল গাত্রদাহ মুক্তিযোদ্ধা কোটা। পৃথিবীর দেশে দেশে যারা স্বাধীনতার জন্য জীবনবাজি রাখে তাদের সন্তানদের জন্য বিশেষ সুযোগ থাকে।এদের দাবি রাজাকারের সন্তানদের জন্য মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা সংকুচিত করা। পরিষ্কার বলতে চাই মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ চলছে- মুক্তিযুদ্ধ চলবে এবং রাজাকারের বংশধরদের অবশ্যই আমরা দেখে নেব।’

ইমরান৩৩সোমবার জাতীয় সংসদ অধিবেশনে এসব কথা বলেন মতিয়া চৌধুরী। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলন এবং গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভাঙচুর প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

কিন্তু আন্দোলরত তরুণদের ঢালাওভাবে রাজাকারের বাচ্চা বলায় অনেকে এর তীব্র নিন্দা জানাচ্ছেন।এদিকে এবার মতিয়া চৌধুরীর এ বক্তব্যের মোক্ষম জবাব দিলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

একটু আগে তিনি এ বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে লিখেছেন, ‘কোটা সংস্কার আন্দোলনরত তরুণদের ঢালাওভাবে রাজাকারের বাচ্চা বলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।আশাকরি আমাদের বয়োজোষ্ঠ রাজনীতিবিদদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা নিজেদের ভুল শুধরে নেবেন।’

.newsagency. space