গণজাগরণমঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকারকে কোটা সংস্কার আন্দোলনের উস্কানিদাতা দাবি করে তাকে জুতাপেটা করার নির্দেশ দিয়েছে ছাত্রলীগ নেতারা। একইসঙ্গে ইমরানকে ‘পাকিস্তানের প্রেতাত্মা’ বলেও উল্লেখ করা হয়।
মঙ্গলবার (১০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সমাবেশে দেয়া বক্তব্যে সংগঠনটির নেতাকর্মীদের এমন নির্দেশ দেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মিজান।
তিনি সমাবেশে উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘বাংলাদেশের যেখানেই ইমরান এইচ সরকারকে পাওয়া যাবে, সেখানেই জুতাপেটা করে তার গায়ের চামড়া তুলে নেবেন।’
রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক নেতা ইমরানের সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ের সংসারে ভাঙন ধরার খবর প্রকাশের পরদিনই এই নির্দেশ দিলেন ছাত্রলীগ নেতা মিজান।
কোটা সংস্কার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ‘প্রোপাগান্ডা’ ছড়ানোর অভিযোগ তুলে ইমরানকে গ্রেফতার করতেও সরকারের প্রতি দাবি জানান এই মহানগর ছাত্রলীগ নেতা।
ক্যাম্পাসে মিছিলের পর অপরাজেয় বাংলায় অনুষ্ঠিত এই সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ বক্তব্য রাখেন।
ব্রেকিংনিউজ
‘খালেদা জিয়া ছাড়া দেশে নির্বাচন হবে না’ – ড. খন্দকার মোশাররফ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়া বাংলার মাটিতে আগামী দিনে কোনও নির্বাচন হবে না, হতে দেয়া হবে না বলে সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির সিনিয়র নেতারা।
খালেদার কারামুক্তিতে সিলেটে বিভাগীয় সমাবেশে দেয়া প্রধান অতিথির ভাষণে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ক্ষমতাসীন সরকার ভেবেছিল বেগম খালেদা জিয়াকে জেলখানায় বন্দি রেখে বিএনপিকে দুর্বল করা যাবে। কিন্তু তাদের সেই আশা ব্যুমেরাং হয়েছে।’
তিনি সরকারকে অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে বলেন, ‘আমাদের ‘এক দফা এক দাবি, স্বৈরাচার তুই কবে যাবি?’ ‘এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি?’ ‘শেখ হাসিনার সময় শেষ, খালেদা জিয়ার বাংলাদেশ’।’