বিশ্বের ঘরোয়া লিগগুলোর অন্যতম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। দিন যত বাড়ছে গুণে-মানে ততই সম্মৃদ্ধ ও লোভনীয় হচ্ছে লিগটি। লিগটিতে শুধু চার-ছক্কার তাণ্ডব নয় বরং টাকার উড়াউড়ি ও বিশ্বসেরা তারকাদের উপস্থিতি চোখ ঝলসে দেয় যে কারো।
সব মিলিয়ে বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটারদের কাছে আইপিএল অনেক বেশি লোভনীয়। কারণ ভারতের এই ঘরোয়া লিগটিতে শুধু ফ্রাঞ্চাইজি থেকেই নয় বরং বিভিন্ন উপায়ে আয়ের সুযোগ থাকে ক্রিকেটারদের। বিশেষ করে ‘ম্যান অব দ্য ম্যাচ’, বিজ্ঞাপন ও উপহার যা নিলামের নির্ধারিত ফি’র চেয়ে কয়েকগুণ বেশি লাভবান করে তোলে খেলোয়াড়দের।
সম্প্রতি ইনসাইডার স্পোর্টসের তথ্যে উঠে উসেছে আইপিএলে অংশগ্রহনকারী ১৭ জন ক্রিকেটার রয়েছেন যাদের বেতন ৫০ কোটি উর্ধ্বে। মাত্র একটি সিজনে অংশ নিয়েই তারা এমন বেতন পেয়ে থাকেন। যার মধ্যে ১৩ জন ব্যাটসম্যান, দুইজন জেনুইন অলরাউন্ডার ও দুইজন বোলার। মজার তথ্য হচ্ছে, বোলারদের দুইজনই স্পিনার। তারা হলেন ওয়েস্ট ইন্ডিজ তারকা সুনীল নারিন ও ভারতীয় অভিজ্ঞ স্পিনার হারভজন সিং।
আরেকটি বিষয় লক্ষ্যণীয় হচ্ছে, এ তালিকায় ১১জন প্লেয়ার রয়েছেন যাদের জন্মস্থান ভারতে। দুইজন করে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার ও একজন অস্ট্রেলিয়ার।
আরো চোঁখ ধাঁধানো তথ্য, এক সিজনে ভারতীয় ক্রিকেটার ধোনি ও রোহিত শর্মার আয় ১০০ কোটির উপরে। এছাড়া বিদেশিদের মধ্যে সর্বোচ্চ ৬৯.৫ কোটি টাকা আয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের।