দেশ তো বিক্রি করে দিল সরকার-ডা. ইমরান এইচ সরকার

গনজাগরন মঞ্চের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার তার ফেসবুক পেজে পোষ্ট করে বলেছেন, দেশ তো বিক্রি হয়ে গেলো, এখন আমরা কি সবাই বিদেশী?
আজ রাত সোয়া নয়টার দিকে তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে এক লাইনের এই পোষ্টটি করেন তিনি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহুর্তে ৪ দিনের সফরে ভারতে অবস্থান করছেন। এই সফরে ভারতের সঙ্গে এমওইউ এর মোড়কে ৩টি প্রতিরক্ষা চুক্তিসহ প্রায় ৩২টি চুক্তিতে সই করেনে শেখ হাসিনা। এসব চুক্তি নিয়ে যখন বিরোধীদলসহ দেশের দেশপ্রেমিক জনতার মাঝে সমালোচনার ঝড় বইছে। এমনকি এসব চুক্তিকে যখন দেশ বিক্রির চুক্তি হিসেবে আখ্যায়িত করছে সবাই, ঠিক সেই সময়ে গনজাগরন মঞ্চের আহ্বায়ক ও ছাত্রলীগের সাবেক নেতা ইমরান এইচ সরকার এমন মন্তব্য করেন।


এদিকে ইমরান সরকারের এই পোষ্টে তার কথার পক্ষে বিপক্ষে মন্তব্য করতে দেখা গেছে। অনেকে হাস্যরস করেও মন্তব্য করেছেন।
মোহাম্মদ আনসার নামে একজন লিখেছেন, ‘দেশ তো আর সুপারমার্কেটে বেচা যায়না। বেচা যায় আত্মমর্যাদা। চারিদিকে কাটাতারে ঘিরা, ভিতরে ট্রানজিটের শাটল চালায়, নদি দেয় শুকায়ে, সিমান্তে গুলি করে পাখির মতো মানুষ মারে; তো স্বাধীন দেশ হিসাবে আপনার সেই আত্মমর্যাদা কি আছে? প্রশ্ন করেন নিজেকে।
newsagency.space

নুরুল হুদার বক্তব্যে ক্ষুব্ধ শেখ হাসিনা বলেন ঃ চেয়ারে বসলেই মাথা নষ্ট হয়ে যায়

প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘অপ্রয়োজনীয়’ এবং ‘অপ্রাসঙ্গিক’ মন্তব্য কেন করছেন সে প্রশ্নও উত্থাপন করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘কিছু মানুষের চেয়ারে বসলেই মাথা নষ্ট হয়ে যায়। আবোল-তাবোল কথাবার্তা বলে।’ আজ বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে প্রধানমন্ত্রী এই ক্ষোভের কথা বলেন। প্রধানমন্ত্রী ওবায়দুল কাদেরকে অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের প্রতিবাদ করতে বলেন।

রোববার এক আলোচনা অনুষ্ঠানে সিইসি সাংবাদিকদের বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন হওয়া উচিত।’ যুক্তি দেখিয়ে প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা বলেন, ‘বিগত নির্বাচনগুলোতেও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল।’
সিইসির বক্তব্য শুনে প্রধানমন্ত্রী বিরক্ত হন। এখনো নির্বাচন নয়মাস বাকি, নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়নি। এসময় অপ্রাসঙ্গিক মন্তব্য কেন?- এই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে ওবায়দুল কাদের সিইসির বক্তব্যের তীব্র সমালোচনা করেন। ওবায়দুল কাদের বলেন, ‘এটা প্রধান নির্বাচন কমিশনারের এখতিয়ার বর্হিভূত বিষয়।’
উল্লেখ্য, নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার হওয়ার পর বিএনপির সঙ্গে সংলাপে জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তক বলে মন্তব্য করেছিলেন।

বাংলা ইনসাইডার