চেন্নাইয়ের দরকার ২৭ বলে ৫৩ রান

শুরু হলো ফ্রাঞ্চাইজি ভিক্তিক জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়া প্রিমিয়ার লিগ (অাইপিএল) এর ১১তম অাসর। প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে টসে জিতে বোলিং করছে চেন্নাই। অাজকের ম্যাচে খেলছেন মোস্তাফিজ। ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পাড়ে মুম্বাই। দলিয় ৭ রানের মাথায় ইভেন লুইসকে হারায় মুম্বাই।

এরপর দলীয় ২০ রানের মাথায় অধিনায়ক রোহিত ১৫ রানে অাউট হলে চাপে পড়ে মুম্বাই। চাপে পড়া মুম্বাইকে তুলে ধরে সূর্যকুমার যাদব এবং ইশান কিশান। দুইজন ঘুরে দেন ম্যাচের মোড়। দলিয় ৯৮ রানের মাথায় অাউট হয় সূর্যকুমার যাদব। তিনি ২৯ বলে ৪৩ রান করে শেন ওয়াটসনের বলে অাউট হয়।

এরপরেই দলিয় ১১৩ রানে অাউট হয় ইশান। ইশান করে ২৯ বলে ৪০ রান। তবে শেষটা করে দুই ভাই হার্ডিক পান্ডিয়া এবং ক্রুনপল পান্ডিয়া। হার্ডিক পান্ডিয়ার ২২ এবং ক্রুনপল পান্ডিয়ার ২২ বলে ৪১ রানে ২০ ওভারে ৪ উইকেটে ১৬৫ রান করে মুম্বাই।

জবাবে বোলিংয়ে শুরুটা ভালোই করেছে মুম্বাই। হার্ডিক পান্ডিয়ারর বলে ১৬ রানে ওয়াটসন এবং ৪ রান করে অাউট হয় রায়না। এ রিপোর্ট লেখা পয়ন্ত ১৫.৪ ওভার শেষে চেন্নাই করেছে ১১৪/৭ রান। মোস্তাফিজ ৩ ওভারে ২৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছে।

মুম্বাই একাদশ: ইশান কিশান (উইকেটকিপার), ইভিন লুইস, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কিয়েরন পোলার্ড, হার্ডিক পান্ডিয়া, ক্রুনপল পান্ডিয়া, জসপ্রিত বুমরা, মুস্তাফিজুর রহমান, মিচেল ম্যাকক্লেনাঘান, মায়াঙ্ক মার্কান্দো।

চেন্নাই একাদশ : অম্বাতি রাইডু, শেন ওয়াটসন, সুরেশ রায়না, কেদার জাধব, ধোনি, ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, হরভজন সিং, দীপক চাহার, ইমরান তাহির, মার্ক ওয়ার্ক

খেলাটি লাইভ দেখুন নিচের লিঙ্কে ক্লিক করে

লাইভ লিঙ্ক ১http://itvhd.live/channels/ipl-bangla/