দুর্দান্ত মুস্তাফিজ জাদেজা উইকেট তুলে নিল ! সর্বশেষ সংক্ষিপ্ত স্কোর দেখুন

দুই বছর পর এবার ফিরছেন চেন্নাই, ফিরছেন ধোনি। আর ধোনিতো চেন্নাইয়ের ‘থালা’ হিসেবে পরিচিত। ধোনি আইপিএলে মোট ১৪৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তার হাতে জয়ের হার ৫৮.৪৫ শতাংশ। তবে এখনো একক দক্ষতায় ম্যাচ বের করার ক্ষমতা রয়েছে ধোনির। চেন্নাইয়ের ভরসা হলো সুরেশ রায়না এবং রবীন্দ্র জাদেজা। সঙ্গে কাফ ডু প্লেসি, শেন ওয়াটসন এবং ব্রাভো।

মুম্বাই ইন্ডিয়ান্স =১৬৫/৪ । চেন্নাই সুপার কিংস= ৭৫/৫ ওভার = ১২ । শেন ওয়াটসন=১৬(আউট) , আম্বাতি রাইডু=২২(আউট) , সুরেশ রায়না= ৪(আউট) ,যাদব=১৩ , ধোনি= ৫(আউট), জাদেজা= ১২(আউট) ।

টসে জিতে ফিল্ডিং বেছে নেই চেন্নাই সুপার কিংস । এখন পর্যন্ত এই দুই দল আইপিএলে ২৩ বার মুখোমুখি হয়েছে। ১৩ বার জিতেছে মুম্বাই এবং চেন্নাই জিতেছে ১০ বার।

মুম্বাই: ইশান কিশান, ইভিন লুইস, রোহিত শর্মা (সি), সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ড, হার্ডিক পাণ্ড্য, কৃষ্ণ পান্ডা, জসপ্রিত বুমরাহ, মুস্তাফিজুর রহমান, মিচেল ম্যাকক্লেনাঘান, মায়াঙ্ক মার্কণ্ড ।

চেন্নাই সুপার কিংসঃ আম্বাতি রাইডু, শেন ওয়াটসন, সুরেশ রায়না, কেদার যাদব, ধোনি , ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, হরভজন সিং, দীপক চাহার, ইমরান তাহির, মার্ক উড ।