দলের কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে বরিশালে বিভাগীয় সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। গত ১৪ মার্চ আবেদন করলেও সমাবেশের নির্ধারিত সময়ের এক দিন আগে দলটিকে অনুমতি দেওয়া হলো। আজ শনিবার বেলা দুইটায় নগরের বান্দরোডের হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে এই সমাবেশ হবে।
গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে নগর পুলিশ সেখানে সমাবেশের জন্য অনুমতি দেয়। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে থাকবেন
বরিশাল নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান জানান, নগরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সমাবেশ করতে চেয়েছে বিএনপি। তাঁদের সেখানে সমাবেশ করতে বলা হয়েছে। তিনি জানান, সমাবেশ ঘিরে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করাসহ যেকোনো বিশৃঙ্খলা রোধে পুলিশ সব ধরনের প্রস্তুতি নিয়েছে
এদিকে রাতে অনুমতি পাওয়ার পর সমাবেশস্থলে মঞ্চ তৈরিসহ প্রস্তুতি শুরু হয়। গভীর রাতে নগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, সাংগঠনিক সম্পাদক বিলকিছ জাহানসহ অন্য নেতারা সমাবেশস্থলে যান এবং প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নেন
খালেদা জিয়ার মুক্তি, নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের দাবিতে এই সমাবেশ আহ্বান করেছে বিএনপি। এ জন্য গত ১৪ মার্চ নগর পুলিশ কমিশনার বরাবর লিখিত আবেদন করে দলটি।।’
‘বিএনপি আত্মস্বীকৃত দুর্নীতিগ্রস্ত দল’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি হলো বিএনপির সমার্থক শব্দ। বিএনপি একটি আত্মস্বীকৃত দুর্নীতিগ্রস্ত দল। তাঁরা দুর্নীতিবাজ বলেই রাতের আঁধারে দলের গঠনতন্ত্রের সাত নম্বর ধারা পরিবর্তন করেছে।
শুক্রবার বিকেলে ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উড়ালসেতুর (ওভারপাস) নির্মাণকাজ পরিদর্শনের সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
<সেতুমন্ত্রী বলেন, বিএনপির ক্ষমতার উৎস বন্দুকের নল, আর আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ। দুর্নীতির দায়ে দণ্ডিত হওয়ায় বিএনপির চেয়ারপারসন কারাগারে গেছেন। আর যাঁরা দল চালাচ্ছেন, তাঁরাও দুর্নীতিবাজ ও দণ্ডিত।
।’
আওয়ামী লীগ সরকার দুর্নীতিকে সমর্থন করে না জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘দুদক আমাদের ছয়জন এমপিকে তলব করেছে। একজনের দণ্ড হয়েছে। সাবেক মন্ত্রী আদালতে হাজিরা দিচ্ছেন। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে ও নির্দেশনা অনুযায়ী দেশ ও জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নির্দেশ—দুর্নীতি করলে দলের কোনো নেতা-কর্মীকে ছাড় দেওয়া হবে না।’
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। খালেদা জিয়াকে আদালত দণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন। তাঁকে মুক্তি দেওয়ার বিষয়টিও আদালতের এখতিয়ার। এতে সরকারের করণীয় কিছুই নেই। সরকার কোনোভাবে তাঁর বিচারকাজে হস্তক্ষেপ করছে না এবং করবেও না।
সেতুমন্ত্রী আরও বলেন, ফেনীতে দেশের প্রথম ছয় লেনের উড়ালসড়কের উদ্বোধন করা হয়েছে। ফতেহপুরে রেলক্রসিং এলাকায় ওভারপাস নির্মাণ করা হচ্ছে। এ নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য মহাসড়কে চলাচলের ক্ষেত্রে জনগণকে সাময়িক ভোগান্তি মেনে নিতে হবে। জুলাই মাসের শেষ সপ্তাহে এই ওভারপাস উদ্বোধন করা হবে
এ সময় আরও উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মনোজ কুমার রায়, ভারপ্রাপ্ত পুলিশ সুপার উক্য শিং, জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান প্রমুখ
Amardesh247.com