অলরাউন্ডারের সংখ্যা কোন আন্তর্জাতিক দলে সবচেয়ে বেশি? এমন প্রশ্ন ছুঁড়ে দিলে গণনা ছাড়াই অনেকে বলে বসবেন আফগানিস্তানের কথা। অনেক বছর ধরেই দলটির আগাগোড়া ভর্তি এক ঝাঁক অলরাউন্ডারে।




সে হিসেবে রশিদ খানকে অনেকে হয়ত অলরাউন্ডার হিসেবে আখ্যা দিতে অসম্মতি জানাবেন না। তবে রশিদের মূল পরিচয় বোলার। বর্তমান সময়ের অন্যতম কার্যকরী লেগ স্পিনার তিনি।




সেই রশিদ এবার পরিপূর্ণ অলরাউন্ডার হয়ে উঠতে চান। সেই লক্ষ্যে কাজ করছেন নিজের ব্যাটিং নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি খোলাসা করেন রশিদ। তার বিশ্বাস, আরও ভালো ব্যাটার হয়ে ওঠার সুযোগ তার আছে।




তিনি বলেন, ‘আমি এখন যেরকম ব্যাটার, তার চেয়ে আরও ভালো ব্যাটার হতে পারি। ব্যাটিং দিয়ে আমাকে আরও দায়িত্ব নিতে হবে। সেই লক্ষ্যে আমি আমার ব্যাটিং নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি।




গত কয়েক বছরে আমার কাছ থেকে প্রত্যাশা এমনভাবে বেড়েছে, যেন আমি ব্যাট হাতে ২০-২৫ রান করতে পারি।’ রশিদ অবশ্য মারকুটে ব্যাটিংয়ে পারদর্শী। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে তাকে চার-ছক্কা হাঁকাতে দেখা যায় মাঝেমাঝে।




বিশ্বজুড়ে টি-টোয়েন্টি খেলে বেড়ানো রশিদ অবশ্য টেস্টের প্রতিও গভীর অনুরাগী। তাও আহ্বান জানালেন, অন্যান্য দলের মত আফগানিস্তানও যেন বেশি বেশি টেস্ট খেলার সুযোগ পায়।




তিনি বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে এটা (কম টেস্ট খেলা) খুবই হতাশার। কারণ আপনি বড় দলগুলোর বিপক্ষে খেলার সুযোগের অপেক্ষায় থাকবেন। এটা আপনার খেলাকে আরও উন্নত করার




ও নতুন নতুন জিনিস শেখার ক্ষেত্রে সহায়তা করবে।’ ‘আমরা সবাই সুযোগের অপেক্ষায় আছি। কিন্তু মাঝে মাঝে সব কিছু আপনার চাওয়া মতো হয় না।’– বলেন রশিদ।