পাকিস্তানে ভারতীয় মিসাইলের দু’র্ঘটনা কাণ্ডে ভারতের পাশে দাঁড়ালো আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে ভারত থেকে সম্প্রতি যে ক্ষে’পণা’স্ত্রটি পাকিস্তানে অবতরণ করেছে তা দু’র্ঘটনা ছাড়া আর কিছু ছিল না। গত ৯ মার্চ একটি নির’স্ত্র ভারতীয় সুপারসনিক মিসাইল পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করে লাহোর থেকে প্রায় ২৭৫ কিলোমিটার দূরে আ’ঘা’ত করে সেই মিসাইল।




এই বিষয়ে প্রশ্ন করা হলে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস বলেন, ”আমাদের কাছে এমন কোনও ইঙ্গিত নেই যে কারণ আমরা মনে করব যে আমাদের ভারতীয় পার্টনাররা যা বলছে তা ভুল। তারা এই ঘটনাটিকে দু’র্ঘ’টনা বলেছে। তাহলে এটি দু’র্ঘটনা ছাড়া অন্য কিছু নয়।




যেকোনও ফলোআপের জন্য আমরা অবশ্যই আপনাকে ভারতীয় প্রতিরক্ষা দপ্তরের কাছে পাঠাব। ঠিক কী ঘটেছিল তা ব্যাখ্যা করার জন্য তারা ৯ মার্চ একটি বিবৃতি জারি করে। এর বাইরে আমাদের অন্য কোনও মন্তব্য নেই।” সূত্র : ডন ও ইন্ডিয়া টুডে