গাজীপুরের সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী অধ্যক্ষ এস এম সানাউল্লাহ বুধবার মনোনয়ন পত্র উত্তোলনের পর থেকেই সমগ্র সিটি চষে বেড়াচ্ছেন। বৃহস্পতিবার সকালে তিনি জয়দেবপুরে নির্বাচনের মাঠকর্মীদের নিয়ে প্রস্তুতি বৈঠক করেন। এরপর তিনি হাড়িনাল এলাকায় যান। এ সময় তিনি মুমূর্ষু রোগী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোঃ শহিদুল্লাহ ভুঁইয়ার বাড়িতে যেয়ে তার পাশে কিছু সময় কাটান ও তার জন্য দোয়া করেন। এ সময় তার সাথে ছিলেন জয়দেবপুর দক্ষিণ থানা জামায়াতের আমীর মোঃ মনির হোসাইন খান, ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নান ও স্থানীয় নেতৃবৃন্দ।
দুপুরে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকা ও শরীফপুরে গণসংযোগ করেন। এ সময় তিনি বিয়ের অনুষ্ঠানে যোগদান করা সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন মহানগর উন্নয়ন পরিষদের প্রধান নির্বাচনী পরিচালক জনাব খায়রুল হাসান, মহানগর শিবির সভাপতি মিজানুর রহমান গাছা সাংগঠনিক থানা জামায়াতের আমীর হাফেজ মোতালিব হোসেন, সেক্রেটারি মোঃ মিয়াজউদ্দিন ও স্থানীয় নেতৃবৃন্দ।
বিকেলে তিনি কাউলতিয়া সাংগঠনিক থানার বাংলাবাজার, পোড়াবাড়ি ও সালনা এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় শত শত উৎসবমুখর জনতা তার সমর্থনে গণসংযোগে অংশগ্রহণ করেন। এ সময় তার সাথে ছিলেন, মহানগর উন্নয়ন পরিষদ নেতা সাখাওয়াত হোসাইন, ছাত্রনেতা মিজানুর রহমান, থানা জামায়াতের আমীর রবিউল হক, সেক্রেটারি তারিকুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।গণসংযোগকালে অধ্যক্ষ সানাউল্লাহ গাজীপুরের উন্নয়ন ও শান্তির পক্ষে গনজাগরণ সৃষ্টির আহ্বান জানিয়ে বলেন, জনতার ঐক্যবদ্ধ শক্তির কাছে অপশক্তির পরাজয় অনিবার্য।
মেয়র প্রার্থী অধ্যক্ষ সানাউল্লাহর পক্ষে ব্যাপক গণসংযোগ — পুলিশী হামলার নিন্দা
গাজীপুর সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে মহানগর উন্নয়ন পরিষদ সমর্থিত মেয়র প্রার্থী জননেতা অধ্যক্ষ এস এম সানাউল্লাহর সমর্থনে নগরীতে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।মেয়র প্রার্থী অধ্যক্ষ সানাউল্লাহ শেষ বিকেলে গণসংযোগে অংশ নিতে চেরাগ আলী বাজার এলাকায় গেলে স্বতস্ফূর্ত জনতা তার সমর্থনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিশাল মিছিল বের করে। নির্বাচনী শ্লোগানে মুখরিত মিছিলটি রাজপথ অতিক্রমকালে দু’দিকে থাকা জনতা করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানায়।মিছিল শেষে স্বতস্ফূর্ত পথসভায় বক্তব্য প্রদানকালে অধ্যক্ষ সানাউল্লাহ বলেন, ১৫ মে গাজীপুর নগরবাসী সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে শান্তি ও উন্নয়নের পক্ষে রায় প্রদান করবে। সবাইকে নিয়ে আমরা সমৃদ্ধ গাজীপুর গড়তে চাই। তিনি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, নির্বাচনে কারচুপির চেষ্টা করবেন না। জনরায় ছিনিয়ে নেয়া হলে গাজীপুর থেকেই সরকার পতনের ডাক দেয়া হবে।