কিছুদিন আগে নখ কাটছিলাম।নখগুলো টেবিলের উপর ছিল। নখ কাটা শেষ হতে না হতেই দেখি তিন-চারটা পিঁপড়া এসে একটা নখ নিয়ে যাবার জন্য টানা হেঁচড়া করছে। তখন হঠাত করে মনে এ ভাবনার উদয় হলো- যতক্ষন এ নখগুলো আমার দেহের সাথে সংযুক্ত ছিল তখন কোন পিঁপড়ে এসে তা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেনি, কিন্তু যেই না তা আমার দেহ থেকে বিচ্ছিন্ন হলো তখনি তা পিঁপড়ের খাবারে পরিণত হলো।
ঠিক তেমনি যখন আমার দেহ থেকে আমার প্রাণ বের হয়ে যাবে, আমার শত যত্নে গড়া এ সাঁধের দেহ মাটির ঘরে রেখে আসা হবে তখন এ দেহের কোন দাম থাকবে না, হোক না তা যতই সুন্দর কিংবা কুৎসিত, সাদা কিংবা কালো, চিকন কিংবা মোটা, ঢিলে-ঢালা শরীর কিংবা ব্যায়ামের মাধ্যমে গড়া পেটা শরীর; অবশেষে তা হবে পোকা-মাকড় আর পিঁপড়ের খাবার,পরিণত হবে তাদের বসত বাড়ীতে। মাটির দেহ অবশেষে মাটির সাথেই মিশে যাবে শুধু বেঁচে থাকবে আমার আমল আর আমার কর্ম।
হে আল্লাহ্! আমি তো মাটি দিয়ে গড়া এক আদম সন্তান, যার দেহ পঁচে যাবে আর পরিণত হবে পোকা-মাকড়ের খাবারে; তবুও এই অস্থায়ী দেহ দ্বারা তোমার যে ইবাদত করা হয় তুমি তা কবুল করে নাও আরো বেশী নেক আমলের তাওফীক দান করো, আমাকে আত্মাকে তুমি সংশোধন কর।
কুনি নখের যন্ত্রণা থেকে মুক্তির উপায় :পায়ের নখে ফাংগাসের সমস্যায় ভোগেন অনেকেই। ধুলোবালির সাথে কাদা নখের কোণায় ঢুকে গিয়ে জমে থাকে। তারপর সেখানেই জন্ম নেয় নানা ধরনের ব্যাকটেরিয়া। যা থেকে নখের কোণায় তৈরি হয় পুঁজ, ফুলে লাল হয়ে যায়। আর সেইসাথে যন্ত্রণা তো আছেই।
অনেকে একে কুনি নখও বলে থাকেন। এ সময় নখের রঙ হলদেটে হয়ে দেখতে বিশ্রী লাগে। তবে তিনটি সহজ ঘরোয়া উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। জেনে নিন সেগুলো-
হলুদ : কয়েক টুকরো কাঁচা হলুদ কেটে নিয়ে অলিভ অয়েল বা আমন্ড অয়েলে দিয়ে ফোটান। এবার এক টেবিল চামচ হলুদের সাথে তেল ও তিন টেবিল চামচ পানি মিশিয়ে নিন। এই মিশ্রণ দিনে তিনবার আক্রান্ত জায়গায় লাগান। মনে রাখবেন, হলুদ খুব ভালো অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান।
বেকিং সোডা : হাল্কা গরম পানি বেকিং সোডা মিশিয়ে সেই পেস্টটি আক্রান্ত নখের উপর লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। দিনে ২-৩ বার ব্যবহার করুন। বেকিং সোডার অ্যাল্কালাইন ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে।
ভিক্স : সর্দি, মাথাব্যথায় ভীষণ ব্যবহৃত এ মলমটি সহজে ফাংগাস তাড়ানোর সবচেয়ে ভালো উপায়। দিনে দুইবার আক্রান্ত নখে ভিক্স লাগান। এরপর সেই নখে গজ দিয়ে একটি ব্যান্ডেজ করে রাখতে পারেন। Prothomalo247.com