বাংলাদেশে মানবাধিকার কর্মীদের ‘স্থান সঙ্কুচিত’ হচ্ছে: জাতিসংঘ

সংগ্রাম অনলাইন ডেস্ক:

অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সম্পর্কিত জাতিসংঘের কমিটি বাংলাদেশের অধিকার রক্ষা বিষয়ে ফলাফল প্রকাশ করেছে। সেখানে মানবাধিকারসহ বেশ কয়েকটি বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।ফলাফলে উল্লেখ করা হয়, বিশেষ কিছু আইন মানবাধিকার কর্মীদের স্থান সঙ্কুচিত করছে। এর মধ্যে রয়েছে তথ্য যোগাযোগ এবং প্রযুক্তি আইন (আইসিটএ, সংশোধান ২০১৩), ডিজিটাল নিরাপত্তা আইন (২০১৮) বিদেশি দাতব্য (স্বেচ্ছাসেবক কর্মী) রেগুলেশন আইন ২০১৬ এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন।তাদের পরামর্শ, ক্ষমতাসীন দলকে মানবাধিকার কর্মীদের নিরাপদ এবং উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি আইন এবং আইনের যেসব ধারায় প্রতিবন্ধকতামূলক বিধান রয়েছে তা সরাতে হবে।

সূত্র: ইউএনবি

‘ঢাকা ঘোষণা’য় রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

রোহিঙ্গা নারী, শিশু ও অন্যান্য ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর সদস্যদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে যথাযথভাবে কূটনৈতিক সুযোগগুলো ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।’রোহিঙ্গা শরণার্থী সংকট: টেকসই সমাধানের লক্ষ্যে’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শেষে মঙ্গলবার দেয়া ‘ঢাকা ঘোষণায়’ এ আহ্বান জানানো হয়।

মঙ্গলবার সম্মেলনের সমাপনী দিনে বাংলাদেশসহ ১১টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ঢাকা ঘোষাণা দেয়া হয়।বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইডেন ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞরা এই ঘোষণার বাস্তবায়ন দাবির সাথে সংহতি জানিয়েছেন।রোহিঙ্গা জনগোষ্ঠীর সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার সমুন্নত রাখতে আইন প্রণয়নসহ সবার নাগরিক অধিকার ও মর্যাদা পুনরুদ্ধার ও রক্ষায় মিয়ানমারের দায়িত্বের উপর জোর দেয়া হয় ঘোষণায়।

তিনি বলেন, মিয়ানমার আন্তর্জাতিক নীতি অনুসারে কাজ করছে না বলেই মূলত সমস্যা হচ্ছে। এই সমস্যা আমাদের কারণে তৈরি হয়নি। তাই সমাধানও শুধু আমরা করতে পারবো না। যেখান থেকে সমস্যার উৎপত্তি হয়েছে সেখানেই সমাধান সম্ভব হবে।

বিতর্কিত বিষয়ে সৌদি-কাতারের সাথে ট্রাম্পের ফোনালাপ

সংগ্রাম অনলাইন ডেস্ক:

পারস্য উপসাগরীয় অঞ্চলের কাতার-সৌদি আরবের মধ্যে বিদ্যমান বিতর্কিত বিষয়সহ ওই অঞ্চলের স্থিতিশীলতা নিয়ে দেশ দু’টির শীর্ষ নেতাদের সাথে কথা বলেছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউজ বলছে, উভয় দেশের আহ্বানের ভিত্তিতেই ট্রাম্প পারস্য উপসাগরীয় অঞ্চলের বিতর্কিত বিষয়ে গুরত্বারোপ করেছেন।

সৌদি আরবের সাথে আলোচনায় ট্রাম্প ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যকার বিবদমান বিষয় সমাধানের পাশাপাশি ইসলামিক স্টেটকে কিভাবে পরাজিত করা যায়, সেসব ব্যাপারে আলোচনা করেন। অপরদিকে, কাতারের আমিরের সাথে কথোপকথনে ইরানের নেয়া বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে আলোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সূত্র: ইউএনবি